Chingrighata Accident: সোমবারের ভোরে ফের দুর্ঘটনা চিংড়িঘাটায়, দুই গাড়ির সংঘর্ষে আহত ৭

।। প্রথম কলকাতা ।।

Chingrighata Accident: বিগত কয়েকদিন ধরে পরপর একাধিকবার পথ দুর্ঘটনা দেখা গিয়েছে চিংড়িঘাটায়। গত বৃহস্পতিবারের পর শনিবার এবং ফের সোমবার ভোরে একই রকম ভাবে বেপরোয়া গাড়ির গতি ঘটালো এই দুর্ঘটনা। এদিন ভোরে চিংড়িঘাটা মোড় থেকে খানিকটা দূরে ক্যানাল সাউথ রোডের হনুমান মন্দিরের সামনে একটি অ্যাপ ক্যাবের সঙ্গে ম্যাটাডোরের সজোরে ধাক্কা লাগে। আর সেই ধাক্কায় গাড়িচালকসহ পথচারী মিলিয়ে মোট ৭ জন আহত হয়েছেন। আহতদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

এই সময়- এ প্রকাশিত খবর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, একটি ম্যাটাডোর সাউথ ট্যাংরা রোড দিয়ে ক্যানাল সাউথ হয়ে বেলেঘাটা চাউল পট্টির দিকে আসছিল অত্যন্ত দ্রুত গতিতে। আর তখনই একটি স্মার্ট ক্যাব শিয়ালদা থেকে ক্যানাল সাউথ রোড ধরে চিংড়িঘাটার দিকে আসছিল। তারও গতিবেগ ছিল প্রায় ৮০ কিলোমিটারের কাছাকাছি। এরপর বিকট শব্দে স্মার্ট ক্যাবটি সোজা গিয়ে ধাক্কা মারে বেকারি সামগ্রী বোঝাই ম্যাটাডোর গাড়িটিতে। ধাক্কার ফলে ওই গাড়ি দুটি সামনে এসে যাওয়ায় আরও দুজন পথচারীকে ধাক্কা মারে।

ঘটনায় আহত সাতজনকেই তৎক্ষণাৎ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এনআরএস হাসপাতালে। প্রসঙ্গত গত বৃহস্পতিবার দুপুরের দিকে নিকো পার্ক থেকে বাইপাসের দিকে যাওয়ার সময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর তারপর বেশ কয়েকটি গাড়ি এবং পথচারীদেরকে ধাক্কা মারে। যদিও ওই গাড়িটিকে পাকড়াও করা যায়নি কিন্তু ওই ঘটনায় গুরুতর আহত একজন সিভিক ভলেন্টিয়ার। একদিন পর দুর্ঘটনায় আহত এক বাসিন্দার মৃত্যু হয় হাসপাতালে। রবিবার প্রাথমিক টেট পরীক্ষার আবহে বেপরোয়া গাড়ির তাণ্ডব দেখা যায় টাকি বয়েজ স্কুলের সামনে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version