Anant-Radhika wedding: অনন্ত-রাধিকার বিয়ের কার্ডের সোনার মূর্তি! কার্ড প্রতি কত খরচ মুকেশ আম্বানির?

।। প্রথম কলকাতা ।।

 

Anant-Radhika wedding: সোনা রূপোয় মোড়া আমন্ত্রণ পত্র। রুপোর মন্দিরে সোনার দেবতা! অনন্ত-রাধিকার বিয়ের নিমন্ত্রণপত্রে বহু চমক। সোনা রূপোয় ছড়াছড়ি একেবারে। মুকেশ আম্বানি তো বোধহয় নয়া রেকর্ডই গড়ে ফেললেন। আপনি কি দেখেছেন অনন্ত রাধিকার বিয়ের কার্ড? ঠিক কী কী রয়েছে সেই কার্ডে? একবার দেখলে চোখ ফেরাতেই পারবেন না। দেখলে কেবল দেখতেই থাকবেন।

 

মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়ে বলে কথা। তাতে চমক থাকবেনা তাই আবার হয় নাকি? তবে বিয়ের কার্ডও যে এমনটা হতে পারে এটা কেউ ভাবতেই পারেনি। ইতিমধ্যেই কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়ে বিয়ের প্রথম নিমন্ত্রণপত্রটি মহাদেবকে উৎসর্গ করেছেন নীতা আম্বানি। আর এবার সামনে এল ইনভিটেশন কার্ডের প্রথম ঝলক। একেবারে সোনা রূপোর ছড়াছড়ি যাকে বলে।

 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই বিয়ের কার্ড। লাল রঙের একটি বাক্সের আকারে তৈরি সেই আমন্ত্রণ পত্র। শোনা যাচ্ছে মূল আমন্ত্রণ পত্রটি নাকি রূপোর তৈরি। বাক্সটি খুললেই বেরিয়ে আসছে রূপোর তৈরি একটা মন্দির। শোনা যাচ্ছে শাস্ত্রীয় মন্ত্র। ভেতরে জ্বলছে একটি এলইডি লাইট। সেই আলোয় রূপোলী মন্দিরের চমক যেন ধরছেনা। ভাববেন না এটা কোনও ছোটখাটো মন্দির। মন্দিরের ছাদে রয়েছে ছোট ছোট রুপোর ঘণ্টা। চারদিকে রয়েছে চারটি সোনালী দেবমূর্তি। রয়েছেন বিষ্ণু, রাধাকৃষ্ণ, দূর্গা ও গণেশের মূর্তি।

 

এখানেই শেষ নয়। অতিথিদের জন্য রয়েছে আরও উপহার। আরও একটি রূপোর বাক্সে ভরা রয়েছে রূপোর বিয়ের কার্ড। ভাইরাল এক ভিডিওতে দেখা যাচ্ছে সেই বাক্সের ভেতরে রয়েছে একটা শাল এবং অনন্ত রাধিকার নাম আঁকা মসলিনের কাপড়। একটি সাদা কাপড়ের উপর ফ্লোরাল ডিজাইনের উপর লেখা ‘AR’। বাক্সে নাকি দেওয়া হচ্ছে দামী দামী সব মিষ্টি। হ্যাঁ, এমনই তাক লাগানো অনন্ত-রাধিকার বিয়ের আমন্ত্রণ পত্র।

 

অবশ্য দেশের সবথেকে ধনী শিল্পপতির ছেলের বিয়ের কার্ড তো এমনটাই হওয়া উচিত। ইতিমধ্যেই প্রি ওয়েডিং অনুষ্ঠান নিয়ে যা হইচই হয়েছে তা তো আর বলার নয়। জামনগর ও ইতালিতে প্রি-ওয়েডিংয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন মুকেশ আম্বানি। দেশ তো বটেই, গোটা বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিত্বদের এক ছাদের তলায় এনে হাজির করেছিলেন মুকেশ আম্বানি। মার্ক জুকারবার্গ থেকে শুরু করে শাহরুখ খান, কে ছিলনা সেই পার্টিতে। তারপর ক্রুজ পার্টিও ছিল জমজমাট। তাহলে বিয়েটা কতটা ধামাকাদার হতে চলেছে সেখান থেকেই আন্দাজ করুন নাহয়। এমন একটা বিয়েতে যেতে কার না ইচ্ছে হয় বলুন তো?

 

এমনিও নেটমাধ্যম হোক কিংবা বিটাউন, সর্বত্রই এখন এই বিয়েরই চর্চা! আগামী ১২ জুলাই থেকে শুরু হবে বিয়ের অনুষ্ঠান। অনুষ্ঠানটি হচ্ছে বান্দ্রার জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে। রাজকীয় বিয়ের আয়োজন ইতিমধ্যেই চলছে জোর কদমে। হিন্দু রীতি মেনেই বিয়ে করবেন অনন্ত রাধিকা। তিনদিন ব্যাপী চলবে বিয়ের পর্ব। শেষদিন তথা ১৪ জুলাই হবে মঙ্গল উৎসব। যেটাকে বলা হয় ওয়েডিং রিসেপশন। তা আপনি কি বলবেন এই বিয়ে নিয়ে? কমেন্টে জানাবেন আমাদের।

 

https://fb.watch/sZpgJgrHOJ/

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

 

 

Exit mobile version