Amitabh Bachchan injured: অ্যাকশন দৃশ্যে সুরক্ষার ব্যবস্থা থাকলেও নেন না অমিতাভ! সেই কারণেই বিপর্যয়?

।। প্রথম কলকাতা ।।

Amitabh Bachchan injured: ভালো নেই বলিউডের বিগ বি। অমিতাভ বচ্চনের বুকে বাঁধা ব্যান্ডেজ।৮০ বছরের বর্ষীয়ান অভিনেতা হাসপাতালে (Hospital) শুটিং করতে গিয়েই কী বিপত্তি ঘটালেন বচ্চন সাহেব?চিন্তা বাড়ছে!৮০ এর দশকের ভয়াবহ দুর্ঘটনা ফিরে এল বলিউডের (Bollywood) শাহেনশাহের (Amitabh bacchan injured) জীবনে।

হায়দরাবাদে (Hyderabad) শ্যুটিং চলাকালীন আহত অমিতাভ বচ্চন।ডানদিকের পাঁজরে গুরুতর চোট।পাঁজরের কার্টিলেজ ভেঙেছে তাঁর।বুকে বাঁধা রয়েছে ব্যান্ডেজ।পাশফেরা বা চলাফেরা করতে সমস্যা হচ্ছে।শ্বাস নিতেও হচ্ছে সমস্যা (Breathing problem)।
ডাক্তারদের অবজারভেশনে (Observation) আছেন।তড়িঘড়ি বাড়িতে নিয়ে যাওয়া হল,কীভাবে হল দুর্ঘটনা?কেমন আছেন বিগ বি?

কাজ চলছে প্রোজেক্ট K সিনেমার।হায়দরাবাদে (Hyderabad)অ্যাকশন সিন শ্যুট করতে গিয়েই পাঁজরে চোট পেয়েছেন অমিতাভ বচ্চন। ৮০ বছর বয়সে ডানদিকের বুকের পাঁজরের মাংস পেশি ছিঁড়ে গিয়েছে।শ্যুটিং করতে গিয়েই দুর্ঘটনার (Accident) কারণে
তাঁর পাঁজরের কার্টিলেজ ভেঙে যায়।শ্যুটিং বাতিল করে মুম্বইয়ে ফিরলেন অমিতাভ বচ্চন। তার আগে চিকিৎসককে দেখিয়ে সিটি স্ক্যান করিয়েছেন বিগ বি।
তিনি নিজেই বলেছেন, “হাঁটতে গেলে বুকে প্রচন্ড ব্যথা হচ্ছে”।

শুধু এই প্রথমবার নয়। ৮০ এর দশকেও তিনি শ্যুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন।কুলি ছবির শ্যুটিং করার সময় তিনি ভয়ানক আঘাত পেয়েছিলেন।
সেই আঘাত এতটাই গুরুতর ছিল তখন অনেকেই ভেবেছিলেন যে বলিউডের শাহেনশাহের বুঝি সুস্থ হওয়া হল না এমনকি তাঁকে তো সেই সময় ক্লিনিক্যালি মৃত
হিসেবে প্রায় ঘোষণা করে দেওয়া হয়েছিল।
কিন্তু বরাত জোরে তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন সেবার।সুস্থ হয়ে ওঠেনএখন আবার এই ৮০ বছরের অভিনেতা গুরুতর আঘাত পেলেন।তার শারীরিক অবস্থা নিয়ে চিন্তায় অনুরাগীরা। বিগ বি’-র ভোগান্তি নিয়ে মন্তব্য করেন অজয় দেবগণ (Ajay Devgan)। বললেন, “আমাদের কাজটা একই সঙ্গে খুব কঠিন এবং সহজ। আমরা কল্পনা করতে পারি না, মিস্টার বচ্চনের মতো অনায়াসে অ্যাকশন স্টান্ট করার কথা। কেরিয়ারের প্রথম দিকে যখন তিনি অ্যাকশন দৃশ্য শুরু করেছিলেন, তখন এত রকম সুরক্ষার বন্দোবস্ত ছিল না।আমার মনে পড়ছে, ‘মেজর সাব’-এর সেটেও চোট পেয়েছিলেন তিনি। আমাদের তিনতলার সমান উচ্চতা থেকে ঝাঁপ দিতে হয়েছিল। বলেছিলাম ওঁকে, দরকার নেই এটা করার। বডি ডাবলকে (Body dubble) বলছি। কিন্তু অমিতাভ সেটি নিজেই করতে চেয়েছিলেন”।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version