Ips: আইপিএস দের আয়-ব্যয় জানতে চায় আমিত শাহের দফতর, কারণটা কী ?

।। প্রথম কলকাতা।।

Ips: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক হিসাব চাইল আইপিএসদের আয়-ব্যয়ের। বাদ নেই বাংলাও। এই মর্মে একটি চিঠি পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ওই চিঠিতে জানানো হয়েছে, মধ্যে সমস্ত রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের কর্তব্যরত পুলিশ কর্তাদের নিজেদের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হবে স্বরাষ্ট্র মন্ত্রকে। বেঁধে দেওয়া হয়েছে সময়সীমাও, আগামী বছর ৩১ জানুয়ারির মধ্যে এই হিসাব দিতে হবে বলে জানানো হয়েছে।

সম্প্রতি এক সাংসদের বাড়ি থেকে উদ্ধায় হয় কোটি কোটি টাকা। গোটা দেশজুড়ে রীতিমতো শোরগোল পড়ে যায়। এই ধরনের ঘটনার সঙ্গে কোনওভাবে রাজ্যের পুলিশ কর্তারা যুক্ত নন তো? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাঁদের স্বচ্ছতার দিকটি খতিয়ে দেখতে চাইছে। এছাড়াও আইপিএসদের আয় ব্যয়ের একটি বিস্তারিত হিসাব প্রত্যেক বছরই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নেয়। এই পদক্ষেপ এর একমাত্র কারণ হল যাতে স্বচ্ছতা বজায় থাকে।

এই তথ্য দেওয়ার ক্ষেত্রে কোনও দেরি গ্রাহ্য করা হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে চিঠিতে। এবং এই চিঠিতে একটি নির্দিষ্ট পোর্টালের কথাও উল্লেখ করা হয়েছে। সেখানে গিয়ে ডিজিটালি আয় ব্যয়ের হিসেব দেওয়া সম্ভব হবে। পাশাপাশি জানানো হয়েছে আইপিএস অফিসাররা ইমেল মারফতও তা জমা দিতে পারবেন ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version