Amit Shah: লোকসভা ভোটের দামামা বাজিয়ে এক দশক পর ধর্মতলায় সভা অমিত শাহর, তুঙ্গে রাজনৈতিক পারদ

।। প্রথম কলকাতা।।

Amit Shah: আজ ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে বিজেপি-র বিশাল জনসভা। এই সভাতে বক্তব্য রাখতে দেখে যাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’কে। থাকছেন সুকান্ত মজুমদার , শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিজেপি নেতৃত্ব। মনে করা হচ্ছে এই সভা থেকেই লোকসভা ভোটের সুর বেঁধে দেবেন অমিত শাহ। ২০২৪-এর লোকসভা ভোটের আগে এই সভা বঙ্গ বিজেপির জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে ট্রেনে ও বাসে কলকাতায় পৌঁছে গিয়েছেন বহু বিজেপি কর্মী ও সমর্থক। খবর মিলেছে, অমিত শাহকে প্রায় ত ১২টি সংগঠন ‘বঞ্চনা’র স্মারকলিপি তুলে দিতে চায়। এর মধ্যে রয়েছে চাকরিপ্রার্থী, ডিএ আন্দোলনকারীদের সংগঠনও। তবে স্বরাষ্ট্রমন্ত্রী ওই সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে দেখা করে স্মারকলিপি গ্রহণ করবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

সভামঞ্চে রাখা হচ্ছে ১০টি ড্রপবক্স। কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিতদের অভিযোগ পত্র জমা দেওয়ার জন্য সভামঞ্চে রাখা হচ্ছে এই ড্রপবক্সগুলি । সেগুলির নাম দেওয়া হয়েছে ‘বঞ্চনা ভাণ্ডার’।

নিরাপত্তা ব্যবস্থা কেমন রাখা হয়েছে ?

লালবাজার সূত্রে খবর মিলেছেনিরাপত্তার জন্য কলকাতায় নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে।মোট ৬ টি জোনে ভাগ করা হচ্ছে নিরাপত্তা। প্রতিটি জোনে থাকবেন ১ জন করে ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার ,যুগ্ম কমিশনার পদমর্যাদার ১ জন অফিসার, ডেপুটি কমিশনার পদমর্যাদার ৬ জন অফিসার। এছাড়াও থাকবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ইন্সপেক্টর পদমর্যাদার অফিসাররাও। সভাস্থলের আশপাশে অন্তত ১০০০ পুলিশ মোতায়েন থাকবে।

অন্যদিকে, দুর্নীতি থেকে বঞ্চনার প্রতিবাদে ধর্মতলায় অমিত শাহের মেগা সমাবেশের পাল্টা বঞ্চনার অভিযোগেই বিধানসভায় কার্যত কালা দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version