।। প্রথম কলকাতা ।।
সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অযোধ্যার রামমন্দিরের এখনও উদ্বোধন হয়নি, তবে তার আগেই কলকাতার রামমন্দিরের উদ্বোধন করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাম জন্মভূমিতে রামমন্দির তৈরি হওয়ার অনেক আগেই উত্তর কলকাতায় রামমন্দিরের উদ্বোধন হয়ে গেল। উত্তর কলকাতার এই প্য়ান্ডেল সমগ্র বিশ্বে রামন্দিরের বার্তা দুর্গা প্যান্ডেলের মাধ্যমে ছড়িয়ে দিল।
বিজেপি নেতা সজল ঘোষের পুজো বলেই পরিচিত সন্তোষ মিত্র স্কয়্যারের পুজো। রামমন্দিরের আদলে তৈরি হয়েছে উত্তর কলকাতার এই পুজো মণ্ডপ। পুজোর উদ্যোক্তাদেরও প্রশংসা করলেন অমিত শাহ। মণ্ডপ উদ্বোধনের পাশাপাশি প্রতিমার আবরণ উন্মোচন করেন অমিত শাহ। মন্ত্রোচ্চারণের সঙ্গে প্রতিমায় পুষ্পার্ঘ নিবেদন করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পুজোর উদ্বোধনে এসে বললেন, “এই ৯ দিন পশ্চিমবঙ্গের জন্য দীপাবলির থেকেও বড় উৎসব। গোটা বাংলায় মণ্ডপে মণ্ডপে দেবীর পুজো হয়। শক্তির আরাধনা হয়। জানুয়ারিতে রাম মন্দিরের উদ্বোধনের আগেই উত্তর কলকাতার মানুষ রাম মন্দিরের উদ্বোধন করে দিয়েছেন সেজন্য আমি তাঁদের শুভেচ্ছা জানাই। প্যান্ডেলে মায়ের সামনে গিয়ে গোটা দেশের জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা করব”
বহু জায়গাতেই পুজোর থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে রামমন্দির।আগে থেকেই সোশ্যাল মিডিয়া ভরেছে সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলের ছবিতে। নজর কেড়েছে প্যান্ডেলের আলোকসজ্জাও। সবকিছুর মধ্যেই আলাদা করে প্রথম থেকেই নজর টেনেছিল উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চের বোর্ড। তাতে লেখা ছিলকেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ৮৮ বছরে পা দিল মধ্য কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। প্রত্যেক বছরই এই পুজো কমিটি কিছু না কিছু চমক দেয়। গত বছর লালকেল্লা বানিয়ে চমকে দিয়েছিল। এবার বিশাল মাঠের উপর গড়ে উঠেছে মন্দির। রাতের আলোকসজ্জায় একদম আসল মন্দিরই মনে হবে। নিখুঁত কারুকাজ প্রতিমার মুখও নজর কাড়বে।
ঝটিকা সফরে কলকাতার দুর্গাপুজোর উদ্বোধনে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিকেলে বিশেষ বিমানে ছত্তীসগঢ় থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছেছেন তিনি। এরপর সেখান থেকে সোজা লেবুতলা পার্কে। পুজো উদ্বোধন দিয়ে কার্যত উৎসবের পরিবেশকে আরও জাগিয়ে তুললেন। সন্তোষ মিত্র স্কোয়ার খুলে গেল সাধারণের জন্য। কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রীর সাথে ছিলেন বিশিষ্ট নেতা মন্ত্রীরাও। এখন দেখার কলকাতার রামমন্দির দেখতে কতটা ভিড় জমে সন্তোষ মিত্র স্কোয়ারে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম