Birbhum: বিকল্প পৌষ মেলার আয়োজন শান্তিনিকেতনে, আয়োজনে কারা?

।। প্রথম কলকাতা ।।

Birbhum: এবছর শান্তিনিকেতনে পৌষ মেলা হচ্ছে না বলে জানিয়ে দিয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং শান্তিনিকেতন ট্রাস্ট। মেলা না হওয়ার কারণ হিসাবে বলা হয়েছিল, মেলা আয়োজন করতে যে সময় লাগে, তা নেই। অনলাইনে স্টল বুকিং করার জন্য IIT খড়গপুরের সাহায্য চাওয়া হয়েছিল। তার কোনও উত্তর পাওয়া যায়নি বলে জানানো হয়েছিল। তাছাড়া, গ্রিন ট্রাইবুনালের তরফেও মেলা নিয়ে কোনও নির্দেশ আসেনি বলে অভিযোগ। এবার সেই পরিপ্রেক্ষিতে আসরে নামল জেলা প্রশাসন। শুক্রবার বোলপুর মহকুমা শাসকের দপ্তরে প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রথমে বিশ্বভারতীর কাছে পূর্বপল্লীর মাঠ চাওয়া হবে। না দিলে বোলপুরের ডাকবাংলো মাঠে হবে বিকল্প পৌষ মেলা।

এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন বোলপুরের বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূম জেলাশাসক বিধান রায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। সর্বসম্মতভাবে এদিনের এই বৈঠকে এমনই সিদ্ধান্ত উঠে এসেছে। তাই বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্ট ঘোষণা করার পরে এবার ডাকবাংলো ময়দানে পৌষ মেলা করার বিষয় সচেষ্ট হলো জেলা প্রশাসন।

উল্লেখ্য, প্রতি বছর শান্তিনিকেতন আশ্রমের প্রতিষ্ঠা দিবসের দিন (৭ পৌষ) পৌষমেলার আয়োজন করা হয় । আগে পৌষমেলায় হাতে তৈরি বিবিধ পণ্য নিয়ে সামিল হতেন স্থানীয় গ্রামগুলির বাসিন্দারা-ই। কিন্তু সময়ের সঙ্গে এখন বাণিজ্যিক রূপ নিয়েছে মেলা। পোষ মেলা হল একটি আবেগ ও ঐতিহ্য। সেই আবেগে যাতে না আঘাত আসে সেই কারণে জেলা প্রশাসন বিকল্প পৌষ মেলার সিদ্ধান্ত নিয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version