Akashvani Kolkata RJ: আরজে হওয়ার সুযোগ! বিজ্ঞপ্তি জারি অল ইন্ডিয়া রেডিওর, খুঁটিনাটি জেনে নিন

।। প্রথম কলকাতা ।।

Akashvani Kolkata RJ: গতানুগতিক পেশার বাইরে সৃজনশীল কিছু পেশা আছে যা শিক্ষাগত যোগ্যতার চেয়ে আপনার সৃজনশীলতাকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। রেডিও জকি বা আরজে তেমন একটি পেশা। বর্তমান সময় তরুণ-তরুণীদের মাঝে বেশ জনপ্রিয় একটি পেশা। আপনি চাইলে এটি পড়াশোনার পাশাপাশি করতে পারেন এবং এটিকে লেখাপড়া শেষ করে পেশা হিসেবেও নিতে পারেন। একজন আরজের হাস্যরস অবশ্যই ভালো হতো হবে। ছোট্ট বিষয় থেকে আনন্দ ছড়িয়ে দেওয়ার ক্ষমতা থাকতে হবে একজন রেডিও জকির। আপনার হাস্যরসের ক্ষমতায় শ্রোতাদেরকে ধরে রাখতে হবে।

অল ইন্ডিয়া রেডিওতে আরজে হিসেবে কাজ করার অভিনব সুযোগ সামনে এসেছে। এফএম চ্যানেলের জন্য আরজে নিয়োগ করছে আকাশবাণী। প্রসার ভারতী কলকাতার পক্ষ থেকে এই মর্মে একটি সম্প্রতি বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

স্নাতক পাশ বা সকল ইচ্ছুকদের জন্য আরজে পদে আবেদনের সুযোগ রয়েছে। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ২০ থেকে ৪০ বছর বয়সীরা উপস্থাপক অথবা উপস্থাপিকার জন্য আবেদন করতে পারবেন।

তবে রয়েছে কিছু শর্তাবলী। আকাশবাণী সূত্রের খবর সম্পূর্ণ সাময়িক এবং চুক্তির ভিত্তিতে বাংলা ভাষার আরজে নিচ্ছে অল ইন্ডিয়া রেডিও। আবেদনকারীদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। অবশ্যই মাইক্রোফোন উপযোগী কণ্ঠস্বর হতে হবে। বাংলায় উচ্চারণ সম্পর্কে জ্ঞান থাকা বাঞ্ছনীয়। কম্পিউটারে কাজ জানাটা জরুরী। পাশাপাশি স্থানীয় জাতীয় আন্তর্জাতিক ঘটনাবলী সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে। জানতে হবে অডিও এবং ভিডিও এডিটিং।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version