Ajmer-Sealdah Express Derailed: বড়দিনের দুপুরে লাইনচ্যুত হল আজমের-শিয়ালদা এক্সপ্রেস, কী ভাবে ঘটল ?

।। প্রথম কলকাতা ।।

Ajmer-Sealdah Express Derailed: ক্রিসমাসের দুপুরে ফের রেল দুর্ঘটনা। লাইনচ্যুত হয়ে গেল কলকাতাগামী ট্রেন। সোমবার রাজস্থানের আজমের স্টেশনের কাছে এই দুর্ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। রেল সূত্রে খবর, মাদার রেলওয়ে ইয়ার্ডে ব্রেক ছেড়ে দেওয়ার সময় রোলওভারের কারণে আজমেঢ়-শিয়ালদহ এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। খবর পেয়ে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে রেকটি আবার লাইনে রাখার কাজ শুরু করেন। রেলের জনসংযোগ আধিকারিক শশী কিরণ বলেন, চারটি ট্রেনের বগি বেলাইন হয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। এই ঘটনায় এই লাইনে ব্যাহত হয়নি ট্রেন চলাচলও। সেকেন্ড লাইন দিয়ে অব্যাহত রয়েছে ট্রেন চলাচল। ট্রেনটি আজমের জংশনের কারশেডে নিয়ে যাওয়া হয়েছে। তবে শীঘ্রই লাইনচ্যুত কামরাগুলিকে সেখান থেকে সরানোর প্রচেষ্টা করা হচ্ছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, রেলের তরফ থেকে এই নিয়ে কোনও কিছু বলা হয়নি।

উল্লেখ্য, এর আগে ধুলিয়ান গঙ্গা এবং বল্লালপুর স্টেশনের মাঝে লাইনচ্যুত হয়েছিল আপ কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস। শুধু তাই নয় সেপ্টেম্বর মাসে কল্যাণী মাঝেরহাট লোকাল দমদম স্টেশনে বেলাইন হয়ে যায়। এর জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পরে যাত্রীদের মধ্যে। বেলাইনের খবর শুনে হুড়োহুড়ি লেগে যায় যাত্রীদের মধ্যে। এর জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে ট্রেন চলাচল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় চলতে শুরু করে ট্রেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version