।। প্রথম কলকাতা ।।
Ajay Banga: বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট পদে এবার দায়িত্ব সামলাতে পারেন ইন্দো-আমেরিকান ব্যাবসায়ী অজয় বাঙ্গা (Ajay Banga)। তাঁর নাম জড়িয়ে রয়েছে মাস্টার কার্ডের সঙ্গে্। তিনি ছিলেন মাস্টার কার্ডের প্রাক্তন সিইও। বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) বিশ্ব ব্যাঙ্কের প্রধান হিসেবে নাম মনোনয়ন করেছেন অজয় বাঙ্গার নাম । সম্প্রতি মেয়াদ শেষ হওয়ার আগেই বিশ্ব ব্যাঙ্কের (World Bank) প্রেসিডেন্ট ডেভিড মালপাস ইস্তফা দিয়েছেন। তারপরেই ওই পদে দায়িত্ব গ্রহণকে করবে তার মনোনয়ন চলছে। মালপাসের জায়গায় তিনি পদাভিষিক্ত হলে, অজয় হবেন বিশ্ব ব্যাঙ্কের প্রথম ভারতীয় প্রেসিডেন্ট।
বিশ্ব ব্যাঙ্কের প্রাক্তন প্রেসিডেন্ট ডেভিড মালপাসের মেয়াদ এখনও ছিল এক বছর। কিন্তু আচমকাই তাঁর ইস্তফার কারণ সম্পর্কে কোন ব্যাখ্যা তিনি দেননি। তাঁর পদত্যাগের পর শুরু হয় মনোনয়নের (Nominations) কাজ। জানা যায় বিশ্বব্যাঙ্কের প্রধান হিসেবে মহিলা প্রার্থীদের নামও মনোনীত করা হয়েছে। ২৯ মার্চ পর্যন্ত চলবে এই মনোনয়ন। অজয় বাঙ্গা নেসলে দিয়ে তা্ঁর কর্মজীবন শুরু করেছিলেন। ১৯৯৬ সালের তিনি সিটি গ্রুপে যোগদান করেন। সেখান থেকেই তাঁর সাফল্যের সিঁড়ি চড়া শুরু। ২০০৫ সালে তিনি সিটি গ্রুপের আন্তর্জাতিক কনজিউমার অপারেশনের অধিকর্তা হন বলে জানা যায়।
তারপর তিনি যোগদান করেন মাস্টার কার্ডে (Master Card)। সেখানে যোগদান করার অল্প কিছু সময়ের মধ্যেই সিইও পদের দায়িত্ব পান। তিনি পুনেতে জন্মগ্রহণ করেন। অজয় বাঙ্গার বাবা হরভজন সিং বাঙ্গা ছিলেন ভারতীয় সেনার উচ্চপদস্থ এক আধিকারিক। সেনা আধিকারিকের সন্তান হওয়ার দরুন দেশের বিভিন্ন জায়গায় তাঁর শৈশব এবং কৈশোর কেটেছে। তাঁর কর্মজীবনে নেসলে, পেপসি, মাস্টার কার্ডের মতো একাধিক প্রতিষ্ঠানের নাম উঠে আসে। বর্তমানে তিনি জেনারেল ইকুইটি নামক একটি মার্কিন সংস্থার ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন বলেও জানা যায়। বাংলার সঙ্গেও সম্পর্ক রয়েছে অজয় বাঙ্গার। কারণ নেসলেতে কর্মরত থাকাকালীন তিনি নেসলের কলকাতা দফতরের কর্তা হিসেবেই নিযুক্ত ছিলেন তিনি।
President Joe Biden has announced that the United States is nominating former CEO of Mastercard Ajay Banga to be President of the World Bank: The White House
(File photo) pic.twitter.com/C7eEnn3w4R
— ANI (@ANI) February 23, 2023
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম