Gita & Chandi: লোকসভা নির্বাচনের আগে ‘গীতা বনাম চণ্ডী’ লড়াই, যুযুধান দু’পক্ষই

।। প্রথম কলকাতা ।।

Gita & Chandi: বড়দিনের আগের দিন অর্থাৎ আগামী ২৪ ডিসেম্বর কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিগেডের ময়দানে গীতা জয়ন্তী উপলক্ষে ১ লক্ষ কণ্ঠে গীতাপাঠ হবে। তাতেই অংশ নেবেন নমো। প্রায় ১.২ লক্ষ মানুষের কণ্ঠে ওই দিন গীতা পাঠ হবে। তাদের সঙ্গে গলা মেলাতে পারেন প্রধানমন্ত্রী।আগামী বছর লোকসভা নির্বাচন। তবে এটি কোনও রাজনৈতিক অনুষ্ঠান না হলেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে। অন্যদিকে, বিজেপির এই ধরনের ধর্মীয় রাজনীতি নিয়ে সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। গীতা নিয়ে রাজনীতি ব্যর্থ হবে বলে দাবি করেছেন তৃণমূলের একাধিক শীর্ষ স্থানীয় নেতারা।

উল্লেখ্য, গতকাল দিল্লিতে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে গিয়েই প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। সুকান্ত মজুমদার জানিয়েছেন, প্রধানমন্ত্রী কলকাতায় আসতে রাজি হয়েছেন। গীতাপাঠের এই কর্মসূচিতে গেরুয়া শিবির যুক্ত থাকলেও হচ্ছে অখিল ভারতীয় সংস্কৃত পরিষদের নামে। মোদীর পাশাপাশি ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও।

অন্যদিকে, কলকাতায় চণ্ডীপাঠের ‘পাল্টা’ জমায়েত করতে চায় পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট। কর্মসূচির দিনক্ষণ এখনো ঠিক না হলেও, কলকাতায় রানি রাসমণি রোডে এই কর্মসূচি হবে বলে ট্রাস্ট ঠিক করে ফেলেছে। রাজ্যের সাড়ে তিন হাজারের বেশি হিন্দুত্ববাদী সংগঠন, মঠ ও মিশন গীতাপাঠের আয়োজনে যুক্ত রয়েছে । তাঁরা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, দাবি গীতাপাঠ এবং চণ্ডীপাঠের দুই আয়োজক সংগঠনেরই। বাকবিতন্ডা এড়াতে গীতাপাঠের আয়োজকেরা চাইছেন তাঁরাও চণ্ডীপাঠে অংশ নেবেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version