Mamata Banerjee: ত্রিপুরা সফরের পর ফের জেলা সফর মুখ্যমন্ত্রীর, সভার প্রস্তুতি হাওড়ায়

।। প্রথম কলকাতা ।।

Mamata Banerjee: আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে একের পর এক জেলা সফর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ইতিমধ্যেই তিনি বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদের মতো জেলাগুলিতে জনসভা এবং সরকারি সাহায্য প্রদান অনুষ্ঠানে অংশ নিয়েছেন। আজ যদিও তাঁর ত্রিপুরা সফরে যাওয়ার কথা। কিন্তু সেখান থেকে ফিরে এসে পুনরায় জেলা সফরে বের হবেন মুখ্যমন্ত্রী। এমনটাই জানা গিয়েছে নবান্ন সূত্রে। হাওড়ায় আগামী ৯ ফেব্রুয়ারি একটি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করবেন হাওড়াতে (Howrah)।

সূত্রের খবর অনুযায়ী, হাওড়ার পাঁচলাই এই অনুষ্ঠান হতে চলেছে। সভামঞ্চ থেকেই উপভোক্তাদের হাতে একাধিক সরকারি প্রকল্পের পরিষেবা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। এছাড়াও হাওড়া জেলার বেশ কিছু প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন তিনি নিজের হাতে। বর্তমানে মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সাজো-সাজো রব হাওড়াতে । জোর কদমে চলছে সভামঞ্চ বাঁধার কাজ। মুখ্যমন্ত্রী আসবেন জেলা সফরে, তাই পুলিশ প্রশাসনের তরফ থেকে নিরাপত্তা নিশ্চিদ্র করার প্রচেষ্টা চালানো হচ্ছে।

২০২৩ সালের শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক জেলা পরিদর্শন করছেন। একই সঙ্গে সেরে ফেলছেন জনসংযোগের কাজ। প্রথম তিনি মুর্শিদাবাদের সাগরদিঘিতে একটি জনসভা করেন। এরপর সেখান থেকে মেঘালয় যান এবং পরবর্তীতে রাজ্যে ফিরে এসে আবারও বীরভূম, পূর্ব বর্ধমান জেলা সফর করেন একই সাথে। এবার সেই তালিকায় হাওড়ার নাম। প্রসঙ্গত, সপ্তাহের শুরুতেই আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর ত্রিপুরার (Tripura) উদ্দেশ্যে রওনা হন । এদিন তিনি সে রাজ্যের ত্রিপুরেশ্বরী মন্দির পরিদর্শন করবেন এবং আগামীকাল অর্থাৎ মঙ্গলবার একটি পদযাত্রাতেও অংশ নেবেন। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version