Kolkata Book Fair 2023: মেট্রোর পর এবার অতিরিক্ত বাস ! সৌজন্যে কলকাতা বইমেলা

।। প্রথম কলকাতা।।

Kolkata Book Fair 2023: পশ্চিমবঙ্গের বইপ্রেমীরা প্রতিবছর ধৈর্য্য ধরে অপেক্ষা করে থাকেন কলকাতা আন্তর্জাতিক বইমেলার (Kolkata International Book Fair) জন্য। কারণ এই বইমেলায় দেশ বিদেশের পাবলিশার্সের বই এসে উপস্থিত হয়। অসংখ্য স্টল, বইয়ের সম্ভার সবমিলিয়ে বইপ্রেমীদের কাছে কলকাতা আন্তর্জাতিক বই মেলা প্রাঙ্গণ স্বর্গের থেকে কম কিছু নয়। ২০২৩ সালের বই মেলা শুরু হতে চলেছে ৩১ জানুয়ারি থেকে ।৩০শে জানুয়ারি তাঁর উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee) । বইমেলাকে সামনে রেখে চলতি বছরে যাত্রী পরিষেবাকে আরও মসৃণ করার উদ্যোগ নিয়েছে রাজ্য।

যতদিন বই মেলা চলবে, ততদিন পরিবহন দফতরের তরফ থেকে বিশেষ বাস পরিষেবা ( Bus Service) চালানো হবে। পশ্চিমবঙ্গ পরিবহন নিগম এবং সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন কলকাতা বইমেলায় আগত সকলকে সহজে পরিষেবা দেওয়ার জন্য প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত ন’টা পর্যন্ত বাস চালাবে। সূত্রের খবর অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ওই অতিরিক্ত বাসগুলি ঠাকুরপুকুর, গড়িয়া, যাদবপুর ,বারুইপুর ,ডানকুনি, বারাসাত ,শকুন্তলা পার্ক প্রভৃতি জায়গা থেকে বইমেলা প্রাঙ্গণে এসে উপস্থিত হবে।

এখানেই শেষ নয়, দূরপাল্লার বাস অর্থাৎ মেদিনীপুর, আসানসোল ,ঝাড়গ্রাম ,দুর্গাপুর থেকেও বাস চলবে বইমেলার উদ্দেশ্যে। জানানো হয়েছে প্রত্যেকটি রুটে কমপক্ষে তিনটি করে বাস চলাচল করবে বইমেলার ওই কয়েকদিন। প্রত্যেক বছরই এই বইমেলাকে কেন্দ্র করে ভিড় উপচে পড়ে। চলতি বছরে কোভিড বিধির কোনরকম বেড়াজাল নেই । সেই কারণে ভিড় আরও খানিকটা বৃদ্ধি পাবে এমনটাই আশা করছেন আয়োজকরা। ময়ূখ ভবন কমপ্লেক্সের এই অতিরিক্ত বাস গুলির জন্য বাস টার্মিনাস করা হবে, এমনটাই জানিয়েছে পরিবহন দফতর।

শুধুমাত্র বাস নয় শহর কলকাতার বুকে ইস্ট ওয়েস্ট মেট্রো ( East West Metro) বইমেলা চলাকালীন রবিবার গুলিতে পরিষেবা দেবে বলেও জানা গিয়েছে । এছাড়াও মেলা প্রাঙ্গনে যাতে কোনরকম দুর্ঘটনা না ঘটে তার প্রস্তুতি চলছে জোর কদমে। সেই প্রস্তুতি দেখতে শুক্রবার এসে উপস্থিত হন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু ( Sujit Bose) । তাঁর সঙ্গে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন পাবলিশার্স এন্ড বুক সেলার গিল্ডের আধিকারিকরা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version