India Chaina: POKর পর চীন অধিকৃত কাশ্মীর টার্গেটে! চীনের হৃদপিন্ড লুকিয়ে রয়েছে, দিল্লির স্ট্র্যাটেজি কী?

।। প্রথম কলকাতা ।।

India Chaina: শুধু POK নয় চিন অধিকৃত কাশ্মীরও ছিনিয়ে নেওয়ার বড় প্ল্যান ভারতের। চীন অধিকৃত কাশ্মীর COK আসলে কি জানেন? ভারতের কত বড় লাভ এই এলাকা হাতে এলে। ঠিক কোন গোপন কাজে এই COK ব্যবহার করেন শি জিনপিং? LAC ঘেষে ভারতের প্ল্যান ছক্কা দেবে পিএলএ। পাক অধিকৃত কাশ্মীরে নাক গলাতে গিয়ে এই এলাকা হাতছাড়া হবে না তো চীনের? ভারত সরকারের প্রতিদিন খরচ হওয়া ৫ কোটি টাকা বেচে যেতে পারে এবার চিন অধিকৃত কাশ্মীর হাতে চলে এলে POKর পাশাপাশি কোন ব্লুপ্রিন্ট রেডি হচ্ছে সাউথ ব্লকে?

২ জুন ২০২৩ মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক বেস কোম্পানি চ্যাটাম হাউজের একটা রিপোর্ট চমকে দেয় ভারতকে। এলএসি ঘেষে COK তে এ কী তৈরি করছে চীন? আগে জানুন চিন অধিকৃত কাশ্মীর ঠিক কোন এলাকাকে বলা হচ্ছে? ১৯৬২ যুদ্ধের সময় ভারতের এই অংশ ক্যাপচার করে নেয় চিন। চিন অধিকৃত কাশ্মীর আকসাই চিন নামেই পরিচিত। আকসাই কথার অর্থ চিনের সাদা পাথরের মরুভূমি লাদাখের পূর্বের এই অংশ সবোর্চ্চ উচ্চতায় থাকা নুনের মরুভূমি ৩৭.২৪৪ স্কোয়ার কিমি। এই এলাকা কেন এত গুরুত্বপূর্ণ ভারত ও চিনের জন্য? রিপোর্ট বলছে, মোদী শাহর আকসাই চীন নিয়ে বেজিংকে ছোঁড়া মন্তব্য কার্যত স্বস্তিতে থাকতে দিচ্ছে না শি জিনপিংকে। POK নিয়ে চীনের মাতব্বরী বাড়ছে ঠিকই কিন্তু চীন রীতিমত ভিত।

তিব্বত ও চিনের মেন ল্যান্ডকে জুড়ে দেয় আকসাই চিন চীনে আকসাই চীন এলাকায় আগ্রহ দেখানোয় ১৮৯৬ ব্রিটিশের ভয় ছিল। কারণ এসময় চীনের সঙ্গে হাত মেলায় রাশিয়া। ব্রিটিশদের ভয় ছিল রাশিয়া এটা ছিনিয়ে না নেয়। উনিশ শতকে ব্রিটিশ ও রাশিয়ার মধ্যে প্রতিযোগীতা চলছিল এশিয়ায় কার কত বেশি প্রভাব। ইতিহাসের পাতায় এই ঠান্ডা লড়াই দ্য গ্রেট গেম নামে পরিচিত। এরপর জনশন লাইনকে অফিসিয়াল বাউন্ডারি লাইন ঘোষণা করা হয়। কিন্তু চিন ম্যাকডোনাল্ড লাইনকেই মান্যতা দেয় যার ফলে অনেকটাই অংশই এখন চিনের দখলে। চীন যে মোদী সরকারের এক একটা মুভে ভিত সেটার প্রমাণ পাওয়া গিয়েছে হাতে নাতে। ভারতীয় ইন্টালিজেন্স তাদের রিপোর্টে বলছে ২০২০র আগে যে আকসাই চিনে পিএলএ ছন্নছাড়া ছিল চাইনিজ আর্মি এখন সম্মিলিত হয়ে একের পর এক ঘাঁটি গড়ে তুলছে।

জেনে রাখুন আকসাই চীন স্ট্যাটিজিক্যালি মারাত্মক গুরুত্বপূর্ণ। এটা এমন একটা এলাকা যেখান দিয়ে চীন চাইলে যুদ্ধ ঘোষণা করে মাত্র ২ ঘন্টায় ভারতে চিনের আর্মি ঢুকিয়ে দিতে পারে। ভারতের অপারেশনের সঙ্গে সঙ্গে এই এলাকা থেকে সমগ্র মধ্য এশিয়ার ওপরও নজরদারি চালায় বেজিং। ট্রেড রুট হিসেবেও আকসাই চীন তিব্বতকে শিনজিয়াং প্রদেশের সঙ্গে যুক্ত করে। এই এলাকা হাতে এলে ভারতের সবথেকে বড় লাভ কি? সিয়াচেন গ্লেসিয়ারের নিকটতম এলাকা আকসাই চিন
সিয়াচেন গ্লেসিয়ার এটা পৃথিবীর সবথেকে উঁচু ব্যাটেল ফিল্ড। এখানে ভারতকে রক্ষা করার জন্য জওয়ানরা প্রতিমূহুর্তে মোতায়েন কিন্তু তাদের সেফটি ও সিকিউরিটির জন্য ভারত সরকারকে ৫ কোটি টাকা প্রতিদিন খরচ করতে হয়। তবে এরপরও ক্যাজুয়ালিটি রোখা যায় না। বিশেষজ্ঞদের দাবি সিওকে ভারতের দখলে এলে এত এফর্ট দিতে হবে না ভারতকে। লেদ ও জিঙ্ক দিয়ে ঢাকা হোসায়ুন পর্বত এশিয়া সবথেকে বড় ও বিশ্বের সপ্তম বৃহত্তম মেটাল ডিপোজিট রয়েছে আকসাই চীনে ১৮.৮৭ মিলিয়ন টন হাইগ্রেড লেদ ও জিঙ্ক উত্তোলন সম্ভব। আকসাই চিনকে নিজেদের হাতের মুঠোয় আনার জন্য কত বড় প্ল্যান রয়েছে ভারতের? ২০২৩র বাজেটে ডিফেন্স খাতে ১৩ শতাংশ বরাদ্দ বাড়িয়েছে ভারত। ৮.৩ বিলিয়ন বাজেট এলএসির ধারে ডিফেন্স ডেভলপমেন্টে খরচ করা হবে। ভারত সরকার এলএসির আশেপাশে ডিফেন্স স্ট্রাকচার বানাচ্ছে। LAC ঘেষে ১৩৫ কিমির হাইওয়ে বানাচ্ছে ভারত। পূর্ব লাদাখ রিজিয়ন যা আকসাই চিনের কাছে তার জন্য ৫০০ অস্ত্রবোঝাই ট্যাঙ্ক ও ৪৫০ আর্টিলারি গান রাখার জন্য রাখার জন্য আশ্রয়স্থল বানানো হয়েছে। ৫০ হাজার ভারতীয় সৈনিক নামানো আছে। POK এর হাতে এলেই যে আকসাই চীনের অ্যাকশন শুরু হবে সেটা ধরে নেওয়াই যায়৷

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version