।। প্রথম কলকাতা ।।
Tapas Roy : নতুন বছর শুরু হতেই ঘোষণা করা হল ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলার সভাপতির নাম। এবার এই পদের দায়িত্ব পেলেন তাপস রায় (Tapas Roy)। তিনি কলকাতায় সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এবার জেলার রাজনীতিতে অংশ নিলেন। যদিও পার্থ ভৌমিক মন্ত্রিত্ব পদ পাওয়ার পর জেলা সভাপতি (District President) পদে কে আসবেন এই নিয়ে একটা জল্পনা সৃষ্টি হয়েছিল। সকলেই চেয়েছিলেন ওই পদের দায়িত্ব যাতে সামলান তাপস রায়। কিন্তু জেলার রাজনীতিতে তাঁর আসার বিষয় নিয়ে যথেষ্ট ধোঁয়াশা ছিল। কিন্তু শেষমেষ নতুন বছরে নতুন পদের দায়িত্ব নিয়ে জেলার রাজনীতিতে যোগদান তাপসের।
৪ জানুয়ারি অর্থাৎ আজ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের (All India Trinamool Congress) ফেসবুক পেজে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর দমদম জেলা সংগঠনের সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয় তাপস রায়ের। একইসঙ্গে নতুন পদে কাজের জন্য শুভেচ্ছা জানানো হয়েছে তাকে। গতবছর অর্থাৎ ২০২২ সালে হঠাৎই ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল পার্থ ভৌমিককে। আর তারপরেই মন্ত্রী সভায় রদবদল সর্বসমক্ষে আসে। সেখানে সেচ ও জল সম্পদ দফতরের মন্ত্রিত্ব পান পার্থ। তাঁর পূর্ণ মন্ত্রিত্ব পাওয়ায় খুশির হাওয়া দেখা যায় গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে।
যারা মন্ত্রিত্ব পেয়েছেন তাঁরা যে জেলা সভাপতি পদে থাকবেন না এ কথা দলের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছিল। কাজেই পার্থ ভৌমিকের বদলে জেলা সভাপতি পদে কে বসবেন তা নিয়ে তুমুল চর্চা শুরু হয় রাজনৈতিক মহলে। তৃণমূল ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলা সভাপতি পদে পছন্দের প্রার্থী হিসেবে নাম উঠে এসেছিল তাপস রায়ের। তিনি বহু আগে থেকেই কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়াতে সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে জেলা সভাপতি পদে তিনি দায়িত্ব নিতে আগ্রহী হবেন কিনা তা সেই মুহূর্তে স্পষ্ট ছিল না। কিন্তু নতুন বছরে দলের তরফ থেকে দেওয়া দায়িত্ব নিজের হাতে তুলে নিলেন তাপস রায়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম