Economic Crisis: পাকিস্তানের পর চরম আর্থিক সংকটে এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটি, ডলারের দর পৌঁছাল ১ লাখে

।। প্রথম কলকাতা ।।

Economic Crisis: একদিকে পাকিস্তানের (Pakistan) আর্থিক অবস্থা ক্রমাগত খারাপ হচ্ছে, অন্যদিকে আরেকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে এসেছে দুঃসংবাদ। পশ্চিম এশিয়ায় অবস্থিত দেশটি হল লেবানন (Lebanon)। এখানকার অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ যে এক মার্কিন ডলারের মূল্য দেশের মুদ্রায় এক লাখ ছাড়িয়ে গেছে। পশ্চিম এশিয়ার এই দেশে মুদ্রাস্ফীতি এখন চরমে। দেশের তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে এখানকার মানুষের মধ্যে চরম ক্ষোভ রয়েছে। বর্তমানে লেবাননের মোট জনসংখ্যা ৬০ লক্ষ। তার তিন-চতূর্থাংশই চরম দারিদ্রতার মধ্যে রয়েছেন।

এই নিয়ে বহুবার বিক্ষোভও দেখিয়েছে সেদেশের জনগণ। সম্প্রতি, এমন একটি ছবি এসেছে যেখানে বিক্ষোভকারীরা তাদের মুদ্রা আগুনে পুড়িয়ে দিচ্ছে। লেবাননের মুদ্রা লেবানিজ পাউন্ড রেকর্ড পর্যায়ে নেমে গেছে। ১ মার্কিন ডলারের বিপরীতে দাম দাঁড়িয়েছে ১ লাখ লেবানিজ পাউন্ড। এই পরিস্থিতি লেবাননের জনগণকে আরও দারিদ্র্যের দিকে ঠেলে দিচ্ছে। উল্লেখ্য বিষয় হল, লেবাননে বর্তমানে কোনো সরকার নেই। প্রশাসনের দায়িত্বে রয়েছেতত্ত্বাবধায়ক সরকার। বিক্ষোভকারীরা লেবাননের এই পরিস্থিতির জন্য রাজনৈতিক গোষ্ঠীকে দায়ী করছে। উল্লেখ্য, গত জানুয়ারি পর্যন্ত ১ মার্কিন ডলারের বিপরীতে লেবানিজ পাউন্ডের মূল্য ছিল ৬০ হাজার, যা এখন ১ লাখের বেশি হয়ে দাঁড়িয়েছে।

একটি গুরুতর অর্থনৈতিক সংকটের মধ্যে, লেবাননের ব্যাঙ্কগুলি নাগরিকদের অ্যাকাউন্ট থেকে টাকা তোলা নিষিদ্ধ করেছে। এতে ক্ষুব্ধ হয়েছে লেবাননের জনগণ এবং তারা ফেরা বিক্ষোভ শুরু করেছে। ব্যাঙ্কের বাইরে বিক্ষোভ করছেন বিক্ষোভকারীরা। তাদের দাবি, ব্যাঙ্কগুলি যথেচ্ছভাবে আমাদের টাকা তাদের কাছে রেখেছে। লেবাননের অবনতিশীল আর্থিক অবস্থার মধ্যেওওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতি দেখা দিয়েছে। অধিকাংশ মানুষ দারিদ্র্যের মধ্যে বসবাস করছেন। বিপুল সংখ্যক মানুষও দেশান্তরী হতে শুরু করেছে। উন্নত ভবিষ্যতের সন্ধানে বিদেশে যাচ্ছেন তারা। উদ্বাস্তু হয়ে যাচ্ছেন ইউরোপে।

রাজনৈতিক অস্থিরতা এবং ক্ষমতাশালীদের ব্যাপক দুর্নীতি ও অব্যবস্থার কারণে ২০১৯ সাল থেকে লেবাননের অর্থনীতিতে ধস  নামে। উল্লেখযোগ্যভাবে, লেবাননে খাদ্য ও পানীয়ের দাম আকাশচুম্বী। মানুষ মুদ্রাস্ফীতি নিয়ে চিন্তিত। লেবানিজ পাউন্ডের দর রেকর্ড নিম্নে নেমে যাওয়ায় লেবাননের জনগণের দুর্দশা বেড়েছে। অন্যদিকে, ব্যাঙ্কও মানুষকে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে দিচ্ছে না। এদিকে জনগণের বিক্ষোভ অব্যাহত রয়েছে। সবমিলিয়ে এক চরম সঙ্কটজনক পরিস্থিতিতে লেবাননের জনগণ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version