Market Price: গ্যাসের পর আগুন দাম হতে চলেছে সবজির! রবিবার মাছ মাংস কত?

।। প্রথম কলকাতা ।।

Market Price: শীতের (Winter) বিদায় বেলায় ঊর্ধ্বমুখী সবজির দাম (Vegetable Price)। যার কারণে বাজারে (Market) গিয়ে নাকাল হচ্ছেন মধ্যবিত্ত। ইতিমধ্যেই মার্চ মাসের প্রথম থেকে রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় বেড়েছে ৫০ টাকা। বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে প্রায় ৩০০ টাকার বেশি। যার কারণে আশঙ্কা করা হচ্ছে, খাবারের দাম আগে থেকে অনেকটা বাড়তে পারে। অপরদিকে চড়া মূল্যবৃদ্ধি আর গ্যাসের দাম নিয়ে হেঁসেল সামলাতে হিমশিম খাচ্ছে আমজনতা। রবিবার (Sunday) মানে একটু জমিয়ে খাওয়া দাওয়া। কিন্তু সেখানে যদি মাছ, মাংস, সবজি নিয়ে ব্যাগ ভর্তি বাজার করতে চান তাহলে কমপক্ষে হাজার টাকার প্রয়োজন।

চিকেন (Chicken) বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে। মাটন (Mutton) প্রায় ৭০০ টাকার বেশি। ছোট চিংড়ি কিনতে গেলে খরচ পড়বে কেজি প্রতি ২৫০ টাকা। সাইজে একটু বড় চিংড়ি কিনতে গেলে কেজি প্রতি ৩০০ থেকে ৩৫০ টাকা খরচ করতে হবে। পাকা পোনা কিংবা রুই, কাতলা মাছ (Fish) কিনতে গেলে কেজি প্রতি খরচ করতে হতে পারে প্রায় ২৫০ থেকে ৩০০ টাকা। গরমের কয়েকটি সবজির দাম প্রায় ১০০ টাকার উপর দর হাঁকাচ্ছে। এখন যদি আপনি বাজারে পটল, সজনে ডাঁটা, ভেন্ডি এগুলো কিনতে চান তাহলে মোটা টাকা খরচ করতে হবে। রবিবার বাজার যাওয়ার আগে এক নজর দেখে দিন কার কত দাম। তাহলে হিসেব করতে সুবিধা হবে। এই বাজারদর কলকাতা(Kolkata) এবং কলকাতা সংলগ্ন এলাকার জন্য প্রযোজ্য। অঞ্চলভেদে দামের পার্থক্য রয়েছে।

রবিবারের বাজারদর
৫ মার্চ
কলকাতা
কুমড়ো – ২০ থেকে ২৫ টাকা
কাঁচা লঙ্কা – ৬০ থেকে ৭০ টাকা
বাঁধাকপি- ৫ থেকে ১০ টাকা পিস
শশা – ৩৫ থেকে ৪০ টাকা
গাজর- ২৫ থেকে ৩০ টাকা
বিন কড়াই- ৩৫ থেকে ৪৫ টাকা
টমেটো- ২৫ থেকে ৩০ টাকা কেজি
ধনেপাতা – ১৫ থেকে ২০ টাকা ( বান্ডিল ৩ থেকে ৪ টাকা )
করোলা – ৫৫ থেকে ৬০ টাকা
মুলো- ৩ থেকে ৫ টাকা পিস
পিয়াঁজকলি – ৩৫ থেকে ৪০ টাকা
বেগুন- ৩৫ থেকে ৪০ টাকা
ফুলকপি – ৮ থেকে ১০ টাকা পিস
পেঁপে- ১৫ থেকে ২০ টাকা
পটল- ৯০ থেকে ১০০ টাকা
পুঁইশাক- ১৫ থেকে ২০ টাকা
ঝিঙে- ৫০ থেকে ৬০ টাকা
বিট – ১৫ থেকে ২০ টাকা
সিম – ৩৫ থেকে ৪০ টাকা
মটরশুঁটি- ৫৫ থেকে ৬০ টাকা
নতুন আলু- ৯ থেকে ১০ টাকা
পুরনো আলু- ১০ থেকে ১২ টাকা
চন্দ্রমুখি আলু – ১১ থেকে ১৩ টাকা
পিঁয়াজ – ২০ থেকে ৩০ টাকা
আদা- ৮০ থেকে ১০০ টাকা
রসুন – ৮০ থেকে ১০০ টাকা
ক্যাপসিকাম – ৩৫ থেকে ৪০ টাকা
কচু – ৪৫ থেকে ৫০ টাকা
কাঁচকলা – ৩ থেকে ৪ টাকা পিস
সজনেডাঁটা- ৯০ থেকে ১০০ টাকা কেজি
ওলকপি – ৩ থেকে ৫ টাকা পিস
ভেন্ডি – ৫৫ থেকে ৬০ টাকা
( খুচরো বাজারে দাম প্রতি কেজি অনুসারে )
*** অঞ্চলভেদে দামের পার্থক্য রয়েছে

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version