।। প্রথম কলকাতা ।।
Visva Bharati University: দফায় দফায় বুধবার উত্তপ্ত হয়ে ওঠে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। পড়ুয়াদের আন্দোলনের জেরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় বিশ্ববিদ্যালয় চত্বরে। প্রায় দশ ঘন্টা উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ঘেরাও করে রাখেন বিক্ষোভকারী পড়ুয়ারা। পরবর্তীতে মধ্যরাতে নিরাপত্তারক্ষীদের সহযোগিতায় জোর করে আন্দোলন সরিয়ে উপাচার্যকে বাসভবনে পৌঁছে দেওয়া হয়। কোন বড় ধরনের অঘটন এড়াতে বর্তমানে উপাচার্যের বাসভবনের নিরাপত্তায় আরও কড়াকড়ি করা হয়েছে।
বুধবারের এই আন্দোলন মূলত উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর একনায়কতন্ত্রের বিরোধিতা করেই করেন পড়ুয়ারা তাদের অভিযোগ, বিগত পাঁচ বছর ধরে স্বেচ্ছাচারিতা করে চলেছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য । যখন তখন যাকে খুশি শোকজ করা, সাসপেন্ড করা, বদলি করা, এমনকি কর্মীদের বেতন পর্যন্ত আটকে দেওয়ার মতো অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। উপাচার্যের এই স্বেচ্ছাচারিতার কবলে পড়েছেন পড়ুয়ারাও। যার কারণে ক্রমশ তাদের ক্ষোভ বৃদ্ধি পেয়েছে উপাচার্যের বিরুদ্ধে।
সংবাদ প্রতিদিনে প্রকাশিত খবর অনুযায়ী জানা যায়, বুধবার বিকেল সাড়ে চারটে নাগাদ পড়ুয়াদের একাংশ উপাচার্যকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। যার কারণে নিরাপত্তারক্ষীদের সঙ্গে রীতিমতো হাতাহাতিতে লিপ্ত হন আন্দোলনকারীরা। নিরাপত্তা রক্ষীদেরকে উপাচার্য নির্দেশ দেন এই আন্দোলন ছত্রভঙ্গ করার জন্য। কিন্তু পড়ুয়ারাও নাছোড়বান্দা। কোনোভাবেই বিক্ষোভস্থল ছেড়ে যাননি তাঁরা। বরং উপাচার্যের বিরুদ্ধে তাঁরা অভিযোগ তোলেন বহিরাগতদের কাজে লাগিয়ে আন্দোলন ভেঙে দেওয়ার।
দীর্ঘ প্রায় ১০ ঘণ্টা ধরে চলা এই আন্দোলনের পর গতকাল মধ্যরাতে নিজের কার্যালয় থেকে বেরিয়ে আসেন উপাচার্য। তিনি যদিও আন্দোলনকারীদের সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করেছিলেন। কিন্তু তাতে কোনরকম সুফল মেলেনি। অবশেষে নিরাপত্তারক্ষীদের সাহায্যে নিজের বাসভবনে গিয়ে পৌঁছান তিনি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম