School Admission: রাত জেগে ভর্তির লাইন সরকারি স্কুলের সামনে, উল্টো ছবি শান্তিপুরে

।। প্রথম কলকাতা ।।

School Admission: রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে বর্তমানে উঠছে হাজারও প্রশ্ন। এই রকম পরিস্থিতিতে নদিয়ার শান্তিপুরে দেখা গেল এক ভিন্ন ঘরানার ছবি। এতদিন বিভিন্ন বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলগুলিতে বাচ্চাদের ভর্তি করানোর জন্য লম্বা লাইন দেখা গিয়েছে। কিন্তু সরকারি স্কুলে ছেলে-মেয়েকে ভর্তি করার জন্য রাতভর স্কুলের বাইরে লাইন দেওয়ার ছবি সম্ভবত এই প্রথম দেখতে পাওয়া গেল। বৃহস্পতিবার রাতে শান্তিপুর রাধারানি নারী শিক্ষা মন্দিরের সামনে মেয়েদের ভর্তি করানোর জন্য অপেক্ষায় রাত কাটালেন বিনিদ্র অভিভাবকরা।

নদিয়ার শান্তিপুরের এই স্কুলে শুক্রবার অর্থাৎ আজ পঞ্চম শ্রেণিতে ভর্তির জন্য ২০০ টি ফর্ম দেওয়ার কথা ঘোষণা করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই ঘোষণা হওয়ার পর থেকেই স্কুলের গেটের সামনে এসে হাজির হন মা-বাবারা । শীতের প্রকোপ কিংবা মশার কামড় কোনটাই তাদেরকে বাড়ি ফেরাতে পারেনি। যেখানে বহু প্রাথমিক স্কুল গুলি ছাত্র-ছাত্রীদের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে সেখানে এই সরকারি স্কুলের সামনে এমন ভিড় হওয়ার কারণ কষকী? স্থানীয় সূত্রে জানা যায়, শান্তিপুরে আরও বেশ কিছু নামি সরকারি বিদ্যালয় রয়েছে। কিন্তু সেখানে ভর্তির জন্য এমন লাইন কখনও লক্ষ্য করা যায়নি।

এই প্রসঙ্গে অপেক্ষারত অভিভাবকরাই জানান, কেউ নিজেদের সুবিধার জন্য আবার কেউ স্কুলের পড়াশোনার বিষয়টি মাথায় রেখে নিজের মেয়েকে ভর্তি করতে চাইছেন সেখানে। যেহেতু আবেদনপত্রের সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে তাই কোনোভাবেই যাতে সুযোগ হাতছাড়া না হয় তার জন্য রাত জেগে এই অপেক্ষা। যদিও অনেকেরই ধারণা বিদ্যালয়কে প্রচারের আলোতে নিয়ে আসার জন্য এই ধরনের অভিনব ফন্দি আঁটা হয়েছে। অপেক্ষারত অভিভাবকদের একাংশ জানান, যদি বিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে নাম নথিভুক্তকরণের ব্যবস্থা থাকত তাহলে এইভাবে রাত জেগে লাইন দিয়ে অপেক্ষা করতে হতো না তাদেরকে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version