।। প্রথম কলকাতা ।।
Kolkata Book Fair 2023: ২০২৩ সালের কলকাতা বইমেলা কবে থেকে শুরু হতে চলেছে তা অবশ্য বেশ কিছুদিন আগেই ঘোষণা করা হয়েছিল। এবার আর মাত্র হাতেগোনা কয়েকটা দিনের অপেক্ষা। কারণ আগামী ৩১ জানুয়ারি থেকে সল্টলেকের কলকাতা বইমেলা (Kolkata Book Fair) প্রাঙ্গণকে বইপ্রেমীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। কিন্তু এই ৪৬ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার শুরুর আগে প্রত্যেকটি দিক বেশ কয়েকবার খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। এছাড়াও অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে জোরদার প্রস্তুতি চলছে।
সূত্রের খবর অনুযায়ী, যেকোনো ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য বৈদুতিক তারের সংযোগস্থল গুলিকে ভালোভাবে পরীক্ষা করে দেখে নেওয়া হচ্ছে কয়েক দফা। যাতে বিদ্যুৎ সংযোগের জন্য পুরনো তারের বদলে নতুন তার ব্যবহার করা হয়। সেই পরামর্শই দেওয়া হচ্ছে। এছাড়াও কোথাই দমকলের টেন্ডার থাকবে, পর্যাপ্ত পরিমাণে জল কোথায় মজুত রাখা হবে এই সমস্ত কিছু নিয়েই এক দফা পরিদর্শন চলল শুক্রবার। এদিন কলকাতা বইমেলা প্রাঙ্গণে এসে উপস্থিত হন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। তাঁর সঙ্গে ছিলেন দমকলের ডিজি সহ একাধিক কর্মকর্তারা।
গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় সহ দমকল মন্ত্রী এবং অন্যান্য আধিকারিকরা সমস্ত মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন। দমকলমন্ত্রী জানান, চলতি বছরের মেলায় অন্যান্য বছরের থেকে বেশি সংখ্যক পাবলিশাররা অংশ নিচ্ছেন। এই কারণে স্টলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ছোট বড় অনেক স্টলই গত বছরের থেকে বেশি পরিমাণে রয়েছে । এই বছরে তাই নিরাপত্তার ভিত্তিতেও আরও বেশি করে নজরদারির প্রয়োজন রয়েছে। মেলা প্রাঙ্গণে যাতে কোনরকম অঘটন না ঘটে তার জন্য ছোট ছোট দমকলের বাইক মোতায়েন থাকবে। এছাড়াও মেলার বিভিন্ন জায়গায় বড় দমকলের গাড়ি উপস্থিত থাকবে। কোভিডের কারণে গত দুই বছর প্রত্যাশিত ভিড় দেখতে পাওয়া যায়নি কলকাতা বইমেলায়। তবে এই বছর ভিড় যে যথেষ্ট বেশি হবে সেদিকে একপ্রকার নিশ্চিত আয়োজকরা। তাই ৪৬ তম কলকাতা বইমেলায় নিরাপত্তার দিক থেকে কোনরকম খামতি না রাখাই উদ্দেশ্য দায়িত্বপ্রাপ্তদের।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম