India-Bangladesh : চাহিদা অনুযায়ী ৭ নিত্য পণ্য রপ্তানি করবে ভারত, জানালেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী

।। প্রথম কলকাতা ।।

India-Bangladesh : ওপার বাংলার সারা বছরের চাহিদা অনুসারে নিত্য প্রয়োজনীয় প্রায় সাতটি পণ্য সরবরাহ করা হবে ভারত থেকে। সেই নিত্য পণ্যের তালিকায় রয়েছে চাল, গম, চিনি ও পেঁয়াজ সহ আরও বেশ কিছু। এমনটাই জানিয়েছেন বাংলাদেশের (Bangladesh) বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি (Tipu Munshi)। ডিসেম্বরের ২২-২৩ তারিখে ভারতের রাজধানী নয়া দিল্লিতে ভারত-বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী পর্যায়ের একটি সভা আয়োজন করা হয়েছিল। সেই সভাতেই উপস্থিত ছিলেন বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এবং ভারতের (India) বাণিজ্যমন্ত্রী পীয়ুশ গয়াল (Piyush Goyal) ।

জানা যায়, ওই সভাতেই বাংলাদেশের তরফ থেকে ভারতের কাছে এই সুবিধা প্রস্তাব করা হয়। এতে সম্মতি প্রকাশ করে ভারত। ওপার বাংলার বাণিজ্য মন্ত্রীর কথায়, সম্ভাব্য যে খাদ্য সংকট দেখা দিতে চলেছে তাঁর মোকাবিলা করার জন্য সাতটি নিত্য পণ্য (7 Essentia Items) সরবরাহকারী দেশ হিসেবে প্রধানত ভারতের নাম উঠে এসেছে। বাংলাদেশের বার্ষিক চাহিদা অনুযায়ী এই রপ্তানিতে (Export) সম্মতি প্রকাশ করেছে ভারত।

একইসঙ্গে বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশের তরফ থেকে যে ৭ নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানির জন্য বার্ষিক কোটার সুবিধা ভারতের কাছে চাওয়া হয়েছে সে ক্ষেত্রে ভারতের তরফ থেকে জানানো হয়, আগামী দেড় থেকে দুই মাসের মধ্যে বাংলাদেশের প্রকৃত চাহিদা পর্যালোচনা করে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, এই আমদানি রপ্তানি দুই দেশ নিজস্ব মুদ্রায় করতে পারে অথবা কারেন্সি সোয়াপ করতে পারে। তবে বিষয়টি আলোচনা সাপেক্ষ। কারণ এই বিষয়টি বর্তমানে একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে।

বাংলাদেশ থেকে রপ্তানি করা পাটজাত সামগ্রী উপরে ভারত ২০১৭ সালে অ্যান্টি ডাম্পিং ডিউটি বহাল করেছিল। সম্প্রতি বাংলাদেশের তরফ থেকে সেই ডিউটি প্রত্যাহার করার অনুরোধ জানানো হয়েছে। বিষয়টি নিয়ে সক্রিয়ভাবে বিবেচনা করা হবে এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে ভারতের তরফ থেকে। ডিসেম্বরের ওই সভায় প্রস্তাবিত আমদানি রপ্তানি সংক্রান্ত কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট খুব দ্রুত সম্পন্ন হতে চলেছে এমনটাই আশা রাখছেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী।

এছাড়াও তিনি জানান, করোনার কারণে ভারতের পক্ষ থেকে বর্ডার হাট বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার দুই দেশের সম্মতিতেই দশটি বর্ডারহাট পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লিতে বাণিজ্যিক সফরকালে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ভারতের বাণিজ্যমন্ত্রী ছাড়াও সৌজন্য সাক্ষাৎ সারেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের (Nirmala Sitharaman) সঙ্গেও।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version