।। প্রথম কলকাতা ।।
Abhishek Banerjee: আজ শনিবার অর্থাৎ ৩ ডিসেম্বর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করতে চলেছেন কাঁথিতে। যার কারণে বিগত কয়েকদিন ধরেই প্রস্তুতি ছিল একেবারে তুঙ্গে। দলের কর্মী সমর্থকদের মধ্যেও ব্যাপক উন্মাদনা দেখা গিয়েছে। মঞ্চ তৈরি করার কাজ প্রায় শেষ হয়েই গিয়েছে। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নেওয়ার পালা। এদিন কাঁথির প্রভাতকুমার কলেজের মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আয়োজন করা হয়েছে।
এই সভার নিরাপত্তা ব্যবস্থার ওপর কড়া নজরদারি আছেন খোদ পুলিশ সুপার কে অমরনাথ। গতকাল প্রস্তুতি পর্ব পরিদর্শনেও যান তিনি। পুলিশের তরফ থেকে প্রতিমুহূর্তে মাঠ পরিদর্শনের কাজ চালানো হচ্ছে। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাস্থলে কোন পথে আসবেন , কোন পথ দিয়ে তিনি সভামঞ্চে প্রবেশ করবেন এই সমস্ত বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এই সভায় বিপুল জনসমাগম হতে চলেছে বলে আশাবাদী স্থানীয় কর্মী সমর্থকরা। সভায় আসা কর্মীদের ছোট বড় বিভিন্ন গাড়ি কোথায় পার্ক করা হবে, ভিআইপিদের গাড়ি কোথায় পার্কিংয়ের ব্যবস্থা করা হবে এই সমস্ত খোঁজ খবরও নিচ্ছেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা।
ইটিভি ভারত বাংলায় প্রকাশিত প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সভামঞ্চে প্রবেশের ক্ষেত্রে ব্যবস্থা করা হয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তার। সেই স্তরের প্রথমে থাকবে রাজ্য পুলিশ। দ্বিতীয় স্তরে থাকবে ডিআইবি। আর একেবারে শেষ বা তৃতীয় স্তরে থাকবে বিশেষ নিরাপত্তারক্ষীরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সভার আয়োজন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ির ১০০ মিটার দূরত্বে করা হয়েছে বলে খবর।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম