Aadhaar Service: এবার থেকে স্কুলেই মিলবে আধার পরিষেবা, উদ্যোগ স্কুলশিক্ষা দপ্তরের

।। প্রথম কলকাতা ।।

Aadhaar Service: বাংলা সহায়তা কেন্দ্র থেকে পরিষেবা পাওয়া যায় কেন্দ্র ও রাজ্য সরকারের নানা প্রকল্পের । তবে আধার সংক্রান্ত কোনো কাজ হয় না। আর তা নিয়েই মাঝে মধ্যেই সাধারণ মানুষের মনে অসন্তোষ দেখা দেয়। এবার সেই অসন্তোষ দূর হতে চলেছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকার রাজ্যকে সরকারকে অনুমতি দিয়েছে এবার বাংলা সহায়তা কেন্দ্রেই (Bangla Sahayata Kendra) মিলবে আধার সংক্রান্ত যাবতীয় পরিষেবা (Aadhaar Services)। এখন আধার একরকম বাধ্যতামূলক সব সরকারি প্রকল্পেই। সরকারের বিভিন্ন পরিষেবা পেতে গেলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান কার্ড, রেশন কার্ড থেকে ভোটার কার্ড, সবেতেই বাধ্যতামূলক আধার সংযোগ।

রাজ্যের স্কুলশিক্ষা দপ্তর স্কুলস্তরেও এবার থেকে উদ্যোগ নিয়েছে আধার কার্ড করানোর। রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুবিধা পেতে গেলে আধার কার্ড থাকা বাধ্যতামূলক স্কুলের ছাত্র ছাত্রীদেরও। অনেক ছাত্রছাত্রীদের আধার কার্ড না থাকার কারণে তারা বঞ্চিত হচ্ছে সরকারি পরিষেবা থেকে। সেই কারণেই শিক্ষা দফতরের তরফ থেকে এবার স্কুলেই আধার পরিষেবা দেওয়ার জন্য ক্যাম্প করার পরিকল্পনা করা হয়েছে । নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা প্রথম ধাপে এই সুযোগ পাবে। পরবর্তী পর্যায়ে অন্যরাও এই সুবিধা পাবে।

আগামী কয়েক মাসের মধ্যেই প্রাথমিক ভাবে প্রতি ব্লকে ২ টি করে স্কুল বেছে নিয়ে কাজ শুরু করা হবে। যেখানে ছাত্রছাত্রীরা যাদের আধার কার্ড (Aadhaar Card) নেই ও যাদের আছে তারা ভুল সংশোধন করতে পারবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version