Child injured in blast: বল ভেবে খেলতে গিয়ে ফাটল বোমা, গুরুতর জখম শিশুসহ এক মহিলা

।। প্রথম কলকাতা ।।

Child injured in blast: বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে যখম শিশু সহ দুজন। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার রামনগর এলাকায়। গুরুতর যখন অবস্থায় শিশু ও এক গৃহবধূ বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাকিবুল মন্ডল নামে বছর এগারোর এক শিশু খেলছিল বাড়ির পাশের উঠোনে। সেসময় হঠাৎই একটি বোমা ফেটে যায়। জখম হয় শিশুটি ও সোনিয়া বিবি নামে অপর এক মহিলা। দুজনেই গুরুতর যখম অবস্থায় বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ওই এলাকায় বোমা এলো কিভাবে স্থানীয়রা তা বুঝে উঠতে পারছেন না। শিশুটি কোথা থেকে এই বোমা পেলো তা নিয়ে তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ।

স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন শিশুটি বল ভেবে খেলতে গিয়েই বোমা ফেটে যায়। বিকট শব্দ হয়। গুরুতর আহত হয় শিশুটি। বোমা ফাটার আওয়াজে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা জানান শিশুটির মায়ের পায়ে গুরুতর চোট লেগেছে। তাদেরকে উদ্ধার করে বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়। ঘটনা কে কেন্দ্র করে তীব্র শোরগোল পড়ে যায় এলাকায়। তবে ওই এলাকায় কারা বোমা রেখেছিল তা এখনও স্পষ্ট নয়। ঘটনারর পরেই ঐ এলাকায় পৌঁছয় পুলিশ। ঘটনার তদন্ত করছেন তারা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version