Liquor Sale in Durga Puja: পুজোয় মদ বিক্রিতে নয়া রেকর্ড! এলো কোটি কোটি টাকা! লক্ষ্মীলাভ কত হল?

।। প্রথম কলকাতা ।।

Liquor Sale in Durga Puja: পুজোয় দেদার হুল্লোড়, খাওয়া দাওয়া, সঙ্গে দু পাত্তর।এতেই লক্ষ্মী লাভ রাজ্যের। এ বছর পুজোয় সব রেকর্ড ছাড়াল মদের বিক্রি। পুজোর পাঁচ দিন কত টাকার মদ বিক্রি হল জানেন? শুনলে আপনার চোখ কপালে উঠবে।সবচেয়ে বেশি মদ বিক্রি হল কোনদিন? জানেন কি, সবচেয়ে বেশি সুরা পান করলেন কোন জেলার মানুষ? আয় বাড়াতে আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল আবগারি দফতর। এ বছরই পুজোর সবক’টি দিন মদ বিক্রি চালু রাখার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য। ছিল না কোনো ড্রাই-ডে। তার ওপর ছিল সন্ধের পর শীতল আবহাওয়া।প্যাচপ্যাচে গরমের বদলে মনোরম পরিবেশ। তাতেই পুজোয় মদ বিক্রিতে উপছে পড়লো রাজ্যের কোষাগার।

প্রতি বছরের মতো এবারও দেদার বিকোল মদ। দেশি মদ এবং বিয়ারের থেকেও বিদেশি মদ বিক্রি সবচেয়ে বেশি হয়েছে এই বছর। আবগারি দফতর সূত্রের খবর, এবার পুজোর পাঁচদিনে প্রায় ৬০০ কোটি টাকায় আয় হয়েছে।পুজোর পাঁচদিনই মদ খেয়েছেন সুরাপ্রেমীরা। সপ্তমী থেকে নবমীতেই বেশি মদ বিক্রি হয়েছে। আবগারি দফতর সূত্রের খবর, সপ্তমী ও নবমীতে মানুষ সবথেকে বেশি মদ বিক্রি হয়েছে। এবার সপ্তমীতে প্রায় ১৫০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। নবমীতে বিক্রি হয়েছে ২০০ কোটির মতো। পাঁচ দিনের মোট আয় ৬০০ কোটির মতো।আর গোটা অক্টোবর মাসের পরিসংখ্যান ধরলে চোখ রীতিমতো কপালে উঠবে। প্রায় হাজার কোটি টাকার কাছাকাছি মদ বিক্রি হয়েছে।

এবার পুজো অক্টোবরের শেষে ছিল। রাতের আবহাওয়া ছিল মনোরম। তাতে মদের বিক্রি আরও বেড়েছে। ৬০০ কোটি টাকা এসেছে কোষাগারে। যা গত বছরের চেয়ে ১৫ শতাংশ বেশি। কলকাতার চেয়েও বেশি মদ বিক্রি হয়েছে জেলায়। ৩০ কোটি টাকা টাকা এনেছে পূর্ব মেদিনীপুর।রাজ্যে মদ বিক্রির আয়ে শীর্ষে এই জেলাই। রেকর্ড বিক্রির নেপথ্যের কারণ পুজোয় কোনও ড্রাই ডে বা মদ বিক্রি বন্ধ ছিল না কোনওদিন। এ বছর মদ বিক্রি থেকে মুনাফা অনেকটাই বাড়বে বলে আশা করছে রাজ্য আবগারি দফতর। পরিসংখ্যান বলছে, গত অর্থবর্ষের শেষে শুধুমাত্র মদ বিক্রি করেই এই দফতরের আয় হয়েছিল 22 হাজার কোটি টাকা।

আধিকারিকদের আশা, গত আর্থিক বর্ষের তুলনায় এবার মদ থেকে আরও কুড়ি শতাংশ মুনাফা বাড়বে রাজ্যের। গত বছর মদ বিক্রি করে আবগারি দফতরের আয় বেড়েছিল আঠারো শতাংশ। এবার তা আরও বাড়বে বলেই আশা করছেন আধিকারিকরা। দেওয়ালির পর ক্রিসমাস দোলের মত অনুষ্ঠানগুলি রয়েছে। ফলে আবগারি দফতরের আধিকারিকেরা মনে করছেন বছরের শেষে এই আয় এক ধাক্কায় অনেকটাই বেড়ে যেতে পারে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version