Seized Money: ফের গাড়ির মধ্যে টাকার পাহাড় ! নাকা চেকিংয়েই রহস্য ফাঁস বারুইপুরে

।। প্রথম কলকাতা ।।

Seized Money: আবার পশ্চিমবঙ্গ। নাকা তল্লাশি চলার সময় একটি গাড়ি থেকে উদ্ধার করা হল কয়েক লক্ষ টাকা। ওই টাকার অঙ্ক অনেকটাই বেশি হওয়ায় গ্রেফতার করা হল ওই গাড়ির চালকসহ আরও এক এক ব্যক্তিকে। ঘটনাটি ঘটে শনিবার রাতে। বারুইপুর টং তলাতে নাকা তল্লাশি চলছিল পুলিশের । আর সেই সময় একটি ভাড়া গাড়ির মধ্যে থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অর্থ রাশি।

পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ওই গাড়ির মধ্যে ছিলেন অভিজিৎ নস্কর এবং নবীন কুমার সিং নামে দুই ব্যক্তি। অভিজিৎ নস্কর গাড়ির চালক। ওই গাড়ির মধ্যে একটি কাপড়ের ব্যাগে মোড়ানো ছিল ৪ লক্ষ ৮৮ হাজার টাকা। ২০০০ থেকে শুরু করে ৫০০, ১০০ এমনকি ৫০ টাকার নোট ছিল ওই কাপড়ের ব্যাগের মধ্যে । এত পরিমাণ টাকা তাঁরা কোথা থেকে এনেছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানার চেষ্টা করে পুলিশ।

অভিজিৎ এবং নবীন কারও কাছ থেকেই কোনরকম সন্তোষজনক উত্তর না পাওয়ায় পুলিশ গ্রেফতার করে দুজনকে। ধৃতদের বিরুদ্ধে ৩৭৯ এবং ৪১১ আইপিসি ধারায় মামলার রুজু করা হয়েছে। রবিবার ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। উল্লেখ্য,চলতি বছরে বাংলায় বিভিন্ন জায়গা থেকে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনা প্রকাশ্যে এসেছে । শহর কলকাতার এক ব্যবসায়ীর বাড়ি থেকেও উদ্ধার করা হয়েছিল কয়েক কোটি টাকা। এছাড়াও গত জুলাই মাসে হাওড়ার পাঁচলা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার করা হয় বান্ডিল বান্ডিল টাকা সহ সোনা। ওই গাড়িটি ঝাড়খণ্ডের দিকে যাচ্ছিল বলে জানা যায় । কাউন্টিং মেশিনের মাধ্যমে পুলিশ নিশ্চিত করে ওই গাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল প্রায় ৪৯ লক্ষ টাকা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version