Money Recovery: ফের উদ্ধার বিপুল অর্থরাশি, গাড়ির টায়ারের মধ্যে হদিশ বান্ডিল বান্ডিল টাকার

।। প্রথম কলকাতা ।।

Money Recovery: রাজ্যে ফের কয়েক লক্ষ টাকা বেআইনিভাবে পাচারের ছক। তবে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেই পরিকল্পনা বানচাল করল। বানারহাটে একটি গাড়ি থেকে উদ্ধার করা হল ৯৩ লক্ষ ৮৩ হাজার টাকা। এই ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে পাঁচ জনকে। এই টাকা গাড়ির টায়ারের মধ্যে লুকিয়ে কেন নিয়ে যাওয়া হচ্ছিল সে বিষয়টি এখনও পর্যন্ত স্পষ্ট নয় পুলিশের কাছে। যদিও ধৃতদের দাবি, তাঁরা ব্যবসার জন্য টাকা নিয়ে যাচ্ছিলেন। কিন্তু তাদের যুক্তি সন্তোষজনক বলে মনে হয়নি পুলিশের। বিহার থেকে আসামে নিয়ে যাওয়া হচ্ছিল এই টাকা, এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে।

জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো একটি সাংবাদিক বৈঠকে জানান, গতকাল তাদের কাছে গোপন সূত্রে মারফত খবর এসেছিল যে একটি গাড়ির মাধ্যমে ৯৩ লক্ষ টাকা পাচার করা হচ্ছে। পুলিশ সেই তথ্যের উপর ভিত্তি করে নাকা তল্লাশি শুরু করে। এরপর এই বানারহাটের কাছে এই গাড়িটিকে দাঁড় করানো হয়। গাড়ি চালক এবং যাত্রীদের কথা শুনে অত্যন্ত সন্দেহজনক বলে মনে হয় পুলিশের। এরপর তল্লাশি চালাতেই গাড়ির টায়ারের ভেতর থেকে কালো পলিথিনের মোড়া বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার করা হয়। তাদেরকে আটক করে নিয়ে আসা হয় থানায় ।

পুলিশে জিজ্ঞাসাবাদে ধৃতরা জানান, তাঁরা ব্যবসার জন্য এই টাকা নিয়ে যাচ্ছিলেন। সে ক্ষেত্রে প্রশ্ন ওঠে তবে গাড়ির টায়ারের মধ্যে কেন নিয়ে যাওয়া হচ্ছিল টাকা, সেই টাকার কোন বৈধ কাগজপত্রও নেই। পুলিশ সূত্রে মারফত পাওয়া খবর অনুযায়ী, সেখানে ২০০০, ৫০০এবং ২০০ টাকার নোটের বান্ডিল পাওয়া যায়। সোমবার ধৃত পাঁচজনকে তোলা হবে জেলা আদালতে। ধৃতদের মধ্যে একজন ডালখোলা এলাকার বাসিন্দা আর বাকি ৪ জন বিহার লাগোয়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতদের ১৪ দিনের হেফাজতের আবেদন জানানো হয়েছে পুলিশের তরফ থেকে। তাদের সঙ্গে কোন পাচার চক্রের যোগাযোগ রয়েছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version