Bangla Vasha Utsab: শহীদ স্মরণে চার দিনব্যাপী ‘বাংলা ভাষা উৎসব’, উদ্যোগে ভাষা ও চেতনা সমিতি

।। প্রথম কলকাতা ।।

Bangla Vasha Utsab: মাতৃভাষা মানুষের পরিচয়। আগামী ২১ ফেব্রুয়ারি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (International Mother Language Day) পালিত হবে। বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের কাছে গৌরবের একটি দিন হল ২১ ফেব্রুয়ারি। ২০২৩ সালের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে উপলক্ষ্য করে এবং ভাষা আন্দোলনের সেই শহীদদের স্মরণে কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে ‘বাংলা ভাষা উৎসব’ (Bangla Vasa Utsab)। ভাষা ও চেতনা সমিতির (Vasha O Chetana Samiti) এই উদ্যোগ চলতি বছরের ২৫ তম বর্ষে পদার্পণ করল।

এবারের উৎসব আয়োজন করা হয়েছে চারদিনের জন্য। আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু করে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে একের পর এক অনুষ্ঠান। উপস্থিত থাকবেন ওপার বাংলার বিশিষ্ট নাট্যকার থেকে শুরু করে এপার বাংলার বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা। এটি অনুষ্ঠিত হবে রবীন্দ্র সদনের উত্তরে আকাদেমির সম্মুখে। ১৮ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ভাষা আন্দোলনের শহীদ স্মরণে এই অনুষ্ঠানে কী কী কর্মসূচি থাকবে, সেই সম্পর্কে ‘প্রথম কলকাতা’কে বিস্তারিত জানান ভাষা ও চেতনা সমিতির সম্পাদক ড: ইমানুল হক।

তিনি জানান, ১৮ ফেব্রুয়ারি উদ্বোধন করা হবে বাংলা ভাষা উৎসবের । প্রথম দিন চৈতন্যদেব এবং জীবনানন্দ দাসকে নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেখানে থাকবেন প্রতুল মুখোপাধ্যায় এবং ইমানুল হক। এছাড়াও গানের অনুষ্ঠান রয়েছে প্রতুল মুখোপাধ্যায় ও দেবলীনা ঘোষের। ১৯ ফেব্রুয়ারি বিকেল পাঁচটা থেকে শুরু হবে অনুষ্ঠান। চলবে রাত ন’টা পর্যন্ত। সেদিন বাংলা ভাষা উৎসবের বিশেষ অতিথি হিসেবে আসছেন ওপার বাংলার প্রখ্যাত নাট্যকার, নাট্য পরিচালক মামুনুর রশিদ (Mamunur Rashid)।

ওই দিনে নাটকের উপর একটি আলোচনা হবে। বিষয়বস্তু হল বাংলাদেশ – ভারতে নাটকের সম্ভাবনা ও সমস্যা । এই আলোচনায় অংশ নেবেন মামুনুর রশিদ, মনোজ মিত্র, অরুণ মুখোপাধ্যায় এবং দেবাশীষ মজুমদার। ১৯ তারিখ শুধুমাত্র আলোচনা সভা নয় থাকছে বেশ কয়েকটি নাটক। সেই তালিকায় রয়েছে প্রাচ্য নাট্যদল সহ বাংলাদেশ এবং পথশিশুদের নিয়ে নাটক। এছাড়াও থাকবে প্রতিকৃতি নাট্যদল, যারা বাংলা নাটকের গান শোনাবেন। ২০ তারিখ বিকেল পাঁচটা থেকে শুরু হবে একটি শোভাযাত্রা। আর সেই শোভাযাত্রায় অংশ নেবেন বর্ধমান, কৃষ্ণনগর, চন্দননগর এবং পুরুলিয়ার নৃত্যশিল্পীরা।

তিনি আরও জানান, শহীদ স্মরণে গড়ে তোলা হচ্ছে একুশের মিনার। এবারের ২১ ফেব্রুয়ারি উপলক্ষ্যে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আসছেন বাংলাদেশের অন্যতম নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ। এছাড়াও কবীর সুমন, লোপামুদ্রা, দেবারতি, রূপঙ্করের মতো সঙ্গীতশিল্পীরা তাঁদের কন্ঠের জাদু ছড়াবেন। এছাড়াও এপার বাংলা- ওপার বাংলা মিলিয়ে শতাধিক অতিথির উপস্থিতি এই চারদিনব্যাপী অনুষ্ঠানে দেখতে পাওয়া যাবে বলে জানালেন তিনি। ১৮ তারিখ থেকে ১৯ তারিখ এবং ২১ তারিখ চার ঘণ্টার অনুষ্ঠান হলেও ২০ তারিখ বিকেল পাঁচটা থেকে পরদিন ভোর পাঁচটা পর্যন্ত একাধিক অনুষ্ঠান চলবে বলে জানা গিয়েছে।

২০ ফেব্রুয়ারি অন্যান্য বারের মতো রাত বারোটা নাগাদ শুরু হবে মশাল মিছিল। এরপর চলবে, নাটক বাউল গান এবং গানের লড়াই সহ অন্যান্য আরও অনুষ্ঠান। যা ২১ ফেব্রুয়ারি ভোরে প্রভাত ফেরীর মাধ্যমে শেষ হবে। এক কথায়, এবারে ভাষা আন্দোলন, সেই আন্দোলনে শহীদদের স্মরণ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনকে কেন্দ্র করে একগুচ্ছ কর্মসূচি ভাষা ও চেতনা সমিতির।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version