Bangladesh: ভারত থেকে গিয়েছে ৯০ হাজার মেট্রিক টন চাল, বাংলাদেশি বাজারে তবুও চড়া দাম

।। প্রথম কলকাতা ।।

Bangladesh: বাংলাদেশ বিগত পাঁচ মাসে ভারত থেকে আমদানি করেছে প্রায় ৯০ হাজার মেট্রিক টন চাল। কিন্তু তারপরেও বাংলাদেশের বাজারে প্রতিনিয়ত চালের দাম বেড়ে চলেছে। যার কারণে স্বাভাবিকভাবে সমস্যায় সাধারণ মানুষ। এই দ্রব্যমূল্যের ক্রমশ বৃদ্ধি সীমিত আয়ের মানুষদের জন্য কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে।

বাংলাদেশি গণমাধ্যম সময় টিভি সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরে বাংলাদেশে চালের বাজার স্বাভাবিক রাখার জন্য সরকারের তরফ থেকে আমদানি শুল্ক কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়। এছাড়াও সে দেশের প্রায় ১৫১ জন আমদানিকারককে ভারত থেকে ৬ লক্ষ ২৫ হাজার মেট্রিক টন চাল আমদানি করার অনুমতি দেওয়া হয়েছিল। বিভিন্ন বন্দরের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে আমদানি হচ্ছে চাল। কিন্তু তারপরেও দেশীয় বাজারে দিন দিন দাম বেড়ে চলেছে চালের।

অন্যদিকে বেনাপোল স্থলবন্দর দিয়ে বিগত পাঁচ মাসে ৮০ হাজার ৯৯২ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৬,৫১৩ মেট্রিক টন আতপ চাল আমদানি করা হয়েছে, এমনটাই দাবি করছে বাংলাদেশি গণমাধ্যম সময় টিভি। চাল আমদানির পরিমাণ স্বাভাবিক থাকলেও কেন এইভাবে বাজারে ক্রমাগত চালের দাম বৃদ্ধি পাচ্ছে সেই প্রশ্ন উঠে এসেছে সাধারণ ব্যবসায়ীদের তরফ থেকে। ব্যবসায়ীদের অনেকাংশই চাল গুদামজাতকরণ এবং প্রশাসনের তদারকির ব্যর্থতাকে দায়ী করেছেন এক্ষেত্রে।

সময় টিভিতে প্রকাশিত খবর অনুযায়ী, বেনাপোল স্থলবন্দর প্রশাসনের উপ-পরিচালক আব্দুল জলিল জানান, আমদানি করা চাল এদেশে এসে পৌঁছানোর পরেই তার গুণগত মান পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে যত দ্রুত সম্ভব খালাসের নির্দেশ দেওয়া হচ্ছে সেই চাল। তবে সপ্তাহখানেকের ব্যবধানে বাংলাদেশের খুচরো বাজারে কেজিতে চালের দাম বৃদ্ধি পেয়েছে দুই থেকে তিন টাকা। সেখানে আতপ চাল বিকোচ্ছে ৪৫ টাকা কেজিতে, সিদ্ধ চাল ৫১ টাকা, মিনিকেট ৬৬ টাকা, ৬৩ চাল ৬৮ টাকা এবং ব্রি ২৮ চাল বিক্রি হচ্ছে ৫৮ টাকায়।

যদিও বাংলাদেশের আমদানিকারকদের দাবি, দ্রুত চালের দাম স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। বাজারে কিছুদিনের মধ্যেই নতুন ধান উঠলে ক্রমশ কমবে চালের দাম।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version