DA : মার্চেই মিলবে ৬ শতাংশ মহার্ঘ ভাতা, বিজ্ঞপ্তি জারি নবান্নের

।। প্রথম কলকাতা।।

DA : রাজ্যের বাজেট অধিবেশনে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ( Chandrima Bhattacharya) সরকারি কর্মচারীদের ৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিলেন । যদিও এই মহার্ঘ ভাতা প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকারের কর্মচারীরা। বাজেট অধিবেশনে ( Budget) এই ঘোষণার পর শুক্রবার অর্থাৎ গতকাল সন্ধ্যায় নবান্নের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয় , আগামী মার্চ ( March) মাসের ১ তারিখ থেকে সরকারি কর্মচারী, সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানগুলি, সরকার অনুমোদিত স্বশাসিত সংস্থা এবং সরকার অধিগৃহীত সংস্থার কর্মীসহ পঞ্চায়েত কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদেরকে ৬ শতাংশ হারে ডিএ ( DA) দেওয়া হবে।

এই ৬ শতাংশ হারে DA – এর হিসাব হল ২০২১ সালের। সেই বছর জানুয়ারি মাসে রাজ্য সরকার ৩ শতাংশ ডিএ বৃদ্ধি করেছিল। আর এইবারের বাজেট অধিবেশনে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ আরও ৩ শতাংশ বৃদ্ধি করা হয় । তাতেই দিয়ে দাঁড়িয়েছে ৬%। আগামী মাস থেকে রাজ্য সরকারি কর্মচারীরা ৬ শতাংশ হারেই ডিএ পাবেন। বাজেট অধিবেশনের তিন শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করার পর থেকেই ক্ষোভ উগড়ে দিয়েছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা । মার্চ থেকে ছয় শতাংশ ডিএ পাওয়ার বিষয়টিও তাদের এই ক্ষোভে কোনরকম প্রলেপ দিতে পারেনি।

বরং তাঁরা আগামী ১০ মার্চ একটি প্রশাসনিক ধর্মঘটের ডাক দিয়েছেন বলে জানা গিয়েছে । এর আগে যদিও দিয়ে বৃদ্ধির দাবিতে ২১ এবং ২২ ফেব্রুয়ারি রাজ্য জুড়ে কর্মবিরতি পালন করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা। শুক্রবার নবান্নের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করার পরও নিজেদের অবস্থানে অনড় থাকতে চাইছেন অধিকাংশ সরকারি কর্মচারী সংগঠন । তাদের দাবি , তাঁরা নিজেদের প্রাপ্য অধিকারের জন্য লড়াই করছেন। সে ক্ষেত্রে এই ৩ শতাংশ কিংবা ৬ % ডিএ তাঁরা ভিক্ষার মতো নিতে চান না। তাদেরকে ৩৫ শতাংশ ডিএ দিতেই হবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version