।। প্রথম কলকাতা ।।
Bollywood: পেছনে কাঁড়ি কাঁড়ি টাকা ঢেলেও হয়নি কোনও লাভ। যোগ্যদের সরিয়ে এই স্টারকিডদের দেওয়া হয়েছিল সুযোগ। তা সত্বেও ডাহা ফেল এই পাঁচ অভিনেতা।বাবা-কাকাদের প্রভাব খাটিয়েও করতে কিছুই পারেননি। একটার পর একটা ফ্লপ ছবি দিয়ে নাম ডুবিয়েছেন তারা। একজন তো আবার এখন এক নামি তারকার স্ত্রী। আন্দাজ করতে পারছেন তার নাম? আর কে কে রয়েছে সেই তালিকায়? যারা আজ বলিউডে সুবিধা করতে না পেরে নাম লিখিয়েছে ব্যবসায়। তারা কীসের ব্যবসা করছে জানা আছে কি? জানাব সবটাই।
বলিউডে স্বজন পোষণ নতুন কিছুই নয়। তবে জানেন কিছু তারকা তো এমনও আছেন যাদের কেরিয়ার তো জাস্ট সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছিল। কিন্তু অভিনয়ের ‘অ’ টাও না জানলে কিভাবে চলবে বলুন তো? তাদের টিকিয়ে রাখার মরিয়া চেষ্টা করা হলেও, তারাই টিকে থাকতে পারেননি। শেষমেষ নাম লিখিয়েছেন ব্যবসায়। কাদের কথা বলছি আন্দাজ করতে পারছেন কি?
তুষার কাপুর
ফ্লপ স্টারদের কথা বললে সবার আগে আসবে জীতেন্দ্র পুত্র তুষার কাপুরের নাম। অভিনয়ে আসার আগে সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছিলেন তিনি। এরপর ডেবিউ করেন কুইন করিনার বিপরীতে। নাহ্, ছবি হিট হয়নি। পরে ‘গোলমাল’ সিরিজের দৌলতে কিছুটা জনপ্রিয়তা পেলেও বলিউডে সেভাবে জায়গা করতে পারেননি তুষার। আর এখন তো তুষার নাকি প্রযোজক।
উদয় চোপড়া
মহব্বতের উদয়কে মনে আছে নিশ্চয়। তার বাবা ও দাদা দুজনেই বলিউডের নামি ছবি নির্মাতা। তাকেও বেশ ধুমধাম করেই লঞ্চ করা হয়েছিল। তবে গুটিকয়েক ছবির পর আর সেভাবে কিছু করতে পারেননি উদয়। শোনা যায় এখন দাদা আদিত্য চোপড়ার সঙ্গে যশরাজ ফিল্মস সংস্থার কাজ সামলান উদয় চোপড়া।
টুইঙ্কেল খান্না
অক্ষয় পত্নী টুইঙ্কলও রয়েছে এই তালিকায়। বাবা মা দুজনেই ছিলেন বলিউডের নামকরা তারকা। তবে টুইঙ্কেলের মধ্যে সেই ইচ্ছা বা ক্ষমতা কোনোটাই ছিলনা। মেলা ছবিতে বেশ জনপ্রিয়তা অর্জন করলেও তিনি বুঝেছিলেন যে, এই দুনিয়া তার জন্য নয়। আর তাই নিজে ইন্ডাস্ট্রি থেকে সরে এসেছিলেন। আর এখন তিনি যুক্ত রয়েছেন প্রযোজনা সংস্থার সাথে। পাশাপাশি লেখালেখিও করেন তিনি।
পূজা ভাট
মহেশ ভাটের বড় মেয়ে পূজার জন্যেও তো কম চেষ্টা করা হয়নি। তবে কাজ কম, বিতর্কেই বেশি থাকতেন তিনি। বিশেষ করে তার আর মহেশ ভটের লিপলকের চর্চা তো আজও হয়ে থাকে। গোটা কেরিয়ারে গুটিকয়েক ছবিতেই অভিনয় করেছেন তিনি। আর এখন তো পুজা হাত পাকিয়েছেন পরিচালনা ও প্রযোজনাতে।
জ্যাকি বাগনানি
প্রযোজক জ্যাকি বাগনানিও রয়েছেন এই তালিকায়। ‘ফালতু’, ‘অজব গজব লভ’, ‘ওয়েলকাম টু করাচি’, ‘ইয়াঙ্গিস্তান’-এর মত একাধিক ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে জ্যাকিকে। তবে অভিনয়জগতে সেরকম একটা পরিচিতি পাননি জ্যাকি। আর এখন সবকিছু ছেড়ে তিনিও নাম লিখিয়েছেন প্রযোজনাতেই।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম