মাধ্যমিক পরীক্ষায় আরও ৫টি নতুন পাঠ্যবই, চাপ বাড়বে পড়ুয়াদের?

।। প্রথম কলকাতা ।।

আর কয়েকটা মাস পরেই মাধ্যমিক পরীক্ষা। পড়ুয়াদের জীবনের প্রথম বড় পরীক্ষা এটি। মাধ্যমিক পরীক্ষাকে ঘিরে সকল পড়ুয়ার মধ্যেই বাড়তি উদ্দীপনা কাজ করে। সেই মাধ্যমিক পরীক্ষা নিয়ে বড়সর পরিবর্তন শোনালো মধ্য শিক্ষা পর্ষদ। আপনার সন্তান কি ২০২৪-২৫ শিক্ষা বর্ষে মাধ্যমিক পরীক্ষা দেবে। তাহলে মধ্য শিক্ষা পর্ষদ এই ঘোষণার কথা আপনাকে জানতেই হবে। মাধ্যমিক পরীক্ষার্থীদের সিলেবাসে নতুন পাঁচটি বই সংযোজন করতে চলেছে মধ্য শিক্ষা পর্ষদ।

কেন এমন বই আনা হচ্ছে?‌

অনেক সময় দেখা যায় মাধ্যমিক পরীক্ষায় সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন এসেছে বলে অভিযোগ করে ছাত্রছাত্রীরা। আবার কিছু প্রশ্ন নিয়ে বিতর্ক ওঠে। ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষায় পাক–অধিকৃত কাশ্মীরের পরিবর্তে ‘আজাদ কাশ্মীর’ লেখা ম্যাপ পয়েন্টিং এসেছিল। এমনকী বিজ্ঞান এবং গণিতেও সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসার অভিযোগ উঠেছে। পরে খতিয়ে দেখে বোঝা যায়, কোনও বেসরকারি প্রকাশনা সংস্থার ছাপা বইতে উত্তরের উল্লেখ রয়েছে। এসব থেকে শিক্ষা নিয়ে পাঁচটি বিষয়ে বেসরকারি প্রকাশনা সংস্থার বইয়ের উপর রিভিউ চলছে। সেখানে যাবতীয় বিতর্কিত এবং সিলেবাস বহির্ভূত বিষয় বাদ দেওয়া হচ্ছে।

জানা গিয়েছে, এবার পড়ুয়াদের সমস্যা দূর করতে পাঁচটি নতুন বই পড়ুয়াদের দিতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, ২০২৪ সালেই নবম–দশমের পড়ুয়ারা সেই নতুন বইগুলি হাতে পাবে। প্রকাশনা সংস্থাগুলিকে বই রিভিউ করিয়ে নতুন টিবি নম্বর নেওয়ার কথা আগেই বলা হয়েছিল। সেই কথামতো বই জমা পড়েছে। বিশেষজ্ঞদের বলা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশমতো সিলেবাস অনুযায়ী বইগুলিকে সাজিয়ে তুলতে হবে।

সিলেবাস বহির্ভূত বিষয় পাঠ্য বই থেকে বাদ যাবে। আর ২০২৫ সালে তা পড়ে পড়ুয়ারা মাধ্যমিক পরীক্ষা দেবে। তবে সিলেবাসে কিন্তু কোনওরকম পরিবর্তন হবে না বলে জানিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদের সিদ্ধান্তের সমালোচনা করেছেন অনেকে। অনেকেই বলছেন এমনিতেই মাধ্যমিক পরীক্ষা মানেই হল জীবনের প্রথম বড় পরীক্ষা। পড়ুয়ারা এই পরীক্ষা নিয়ে উদ্বেগের মধ্যে থাকেন। সেখানে আলাদা করে আরও ৫টা নতুন বই পড়ুয়াদের ক্ষেত্রে বাড়তি বোঝা হয়ে যাবে না তো? তা নিয়ে উঠছে প্রশ্ন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version