Kolkata Traffic Police: বড়দিনে শহরজুড়ে গ্রেফতার ৩২৫ জন, কলকাতার রাজপথে এমন কী ঘটল?‌

।। প্রথম কলকাতা ।।

Kolkata Traffic Police: শহরজুড়ে উৎসবের মরসুম। রাজপথ সেজে উঠেছে বড়দিনে। শনিবার রাত থেকেই মানুষের ভিড় রাস্তায় রাস্তায়। বড়দিনের আগেই নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল শহর কলকাতাকে। আলোর রোশনাইয়ে বড়দিনে মানুষ যখন উৎসবে মেতে উঠেছিল তখনই নানা বেপরোয়া ঘটনা ঘটল শহরে। রাত বাড়তেই বড়দিনের উৎসব মেতে উঠল গতির দৌরাত্ম্যে এবং চলল মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ির দাপট। এই পরিস্থিতিতে পুলিশকেও কড়া হাতে মোকাবিলা করতে হল।

কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, ট্রাফিক আইন ভাঙার অভিযোগে সারা শহর জুড়ে ৪৫৯টি মামলা দায়ের করেছে। এছাড়াও মোট ৩২৫ জনকে গ্রেফতার করা হয়েছে কলকাতা শহরের এলাকাভিত্তিক পুলিশ ডিভিশনগুলি থেকে। এছাড়াও, মোট ১৩১ জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিনা হেলমেটে বাইক চালিয়ে আইন ভাঙার। পাশাপাশি, কলকাতা ট্রাফিক পুলিশ ২৪৪ জনের বিরুদ্ধে ট্রাফিক আইন ভাঙার অভিযোগ দায়ের করেছে।

উল্লেখ্য, বড়দিনের নিরাপত্তার জন্য আগে থেকেই ঢেলে সাজানো হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা। শহরের বিশেষ বিশেষ অংশে আলাদা আলাদা ভাগে ভাগ করা হয়েছিল দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের। ক্রিসমাস ইভে শহরের রাস্তায় অভব্যতা এবং মদ্যপ অবস্থায় পুলিশের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে। বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ৪১.৪ লিটার মদ বলে পুলিশ সূত্রে খবর।

উল্লেখ্য, প্রায় প্রতিটি গাড়ি ও মোটরবাইক ধরে ধরে চালকদের নিশ্বাস পরীক্ষা করা হয়। নির্ধারিত মাত্রার বেশি অ্যালকোহল মিললেই জরিমানা করতে কোনও ছাড় দেননি কলকাতা পুলিশের কর্মীরা। খবর মিলেছে, ১ জানুয়ারি বর্ষবরণের দিন আরও নিরাপত্তা আঁটোসাঁটো করা হবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version