Zelensky Writes to Modi: মোদীকে চিঠি জেলেনস্কির, ইউক্রেন-রাশিয়া যুদ্ধে চাইলেন মানবিক সাহায্য! বদলাচ্ছে বন্ধুত্বের সমীকরণ

।। প্রথম কলকাতা ।।

Zelensky Writes to Modi: ১৩ মাস পেরিয়ে গিয়েছে, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ (Ukraine-Russia War) এখনো অব্যাহত। যতবার জাতিসংঘে এই যুদ্ধ বিষয়ে ভোটাভুটি হয়েছে, ততবার ভারত নিরপেক্ষ অবস্থানে থেকেছে। গোটা বিশ্ব দেখেছে ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্ব। এই যুদ্ধ প্রসঙ্গে ভারত বারংবার বলে এসেছে, যুদ্ধ নয়, শান্তি কাম্য। এক্ষেত্রে এই দুই দেশের দুই দেশকে আলাপ আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধ করার আহ্বানও জানিয়েছে। এবার যুদ্ধে মানবিক সাহায্য চেয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi) চিঠি লিখলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি (Ukraine President Zelensky)। ইউক্রেন ওষুধ এবং চিকিৎসক সরঞ্জামের জন্য ভারতের দ্বারস্থ হয়েছে।

ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী এমিন ঝাপারোভার সাম্প্রতিক সফরের সময় কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখির কাছে চিঠিটি হস্তান্তর করা হয়েছিল। ওই চিঠিতে ভারতের কাছে মানবিক সহায়তাসহ চিকিৎসা সরঞ্জাম দাবি করা হয়। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি চিকিৎসা সরঞ্জাম সহ অতিরিক্ত মানবিক সহায়তা চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি লিখেছেন। সাম্প্রতি তিন দিনের ভারত সফরের সময় তিনি কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে জেলেনস্কির চিঠি হস্তান্তর করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, এমিন ঝাপারোভা পররাষ্ট্র ও সংস্কৃতি প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখির সঙ্গেও দেখা করেছেন। এতে উভয় দেশের নেতারা পারস্পরিক স্বার্থ ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এর সাথে তিনি রাষ্ট্রপতি জেলেনস্কির একটি চিঠি হস্তান্তর করেন, যা প্রধানমন্ত্রী মোদীকে লেখা ছিল। যেখানে ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম সহ অতিরিক্ত মানবিক সাহায্যের অনুরোধ করা হয়েছে। উভয় দেশের পারস্পরিক সুবিধা অনুযায়ী নয়াদিল্লি এবং কিয়েভের মধ্যে পরবর্তী আন্তঃসরকারি কমিশন ভারতে অনুষ্ঠিত হবে। উভয় মন্ত্রী, ঝাপারোভা ও লেখি পারস্পরিক স্বার্থের দ্বিপাক্ষিক এবং বৈশ্বিক বিষয়ে মত বিনিময় করেন। ভারত ভবিষ্যতে ইউক্রেনকে আরও মানবিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে। তাঁর সফরের সময়, ঝাপারোভা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সঞ্জয় ভার্মার সাথে দ্বিপাক্ষিক আলোচনা করেন। দ্বিপাক্ষিক এজেন্ডায় অর্থনৈতিক, প্রতিরক্ষা, মানবিক সহায়তা এবং পারস্পরিক স্বার্থের বৈশ্বিক বিষয় অন্তর্ভুক্ত ছিল।

ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সচিবকে (পশ্চিম) ব্রিফ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক বিবৃতি অনুসারে, উভয় পক্ষ পরস্পর সুবিধাজনক তারিখে কিয়েভে পররাষ্ট্র দফতরের পরামর্শের পরবর্তী রাউন্ড আয়োজনে সম্মত হয়েছে। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রীও প্রস্তাব করেছিলেন যে ইউক্রেনের পরিকাঠামো পুনর্গঠন ভারতীয় কোম্পানিগুলির জন্য একটি সুযোগ হতে পারে। ঝাপারোভা মনোহর পারিকর-ইনস্টিটিউট অফ ডিফেন্স স্টাডিজও পরিদর্শন করেন এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের উপর একটি বক্তৃতা দেন। তাঁর সফরের সময়, তিনি ভারতের সাথে আরও শক্তিশালী এবং ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার বিষয়ে ইউক্রেনের ইচ্ছার কথা তুলে ধরেছেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version