ZEE5: বাংলাদেশ থেকে পাততাড়ি গোটাচ্ছে ‘জি ফাইভ’! কিন্তু কেন?

।। প্রথম কলকাতা।।

ZEE5: প্রথমে আশা ছিল সেখানেও সাড়া জাগাতে পারবে, কিন্তু তা হয়ে ওঠেনি। লক্ষ্য ছিল, দর্শকদের কাছে ওপার বাংলার ভালো-ভালো কাজ আরও ছড়িয়ে দেওয়া। পাশাপাশি দুই দেশের কাজের মধ্যে সমন্বয় সাধন করতে চেয়েছিল ‘জি ফাইভ’ (ZEE5)। কিন্তু আশানুরূপ কাজ না হওয়ায় বাংলাদেশ (Bangladesh) থেকে নিজেদের ব্যবসা গুটিয়ে নিল এই ওটিটি প্ল্যাটফর্ম। ‘বাংলা ট্রিবিউন’ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি মাসের ১৫ তারিখ থেকে ওপার বাংলায় আর দেখা যাবে না এই প্ল্যাটফর্মের কোনও কনটেন্ট।

প্রতিবেদন অনুযায়ী, একটি ইমেলের দরুন এই বার্তা পাঠিয়েছে প্রতিষ্ঠান। ওপার বাংলায় এই ওটিটি প্ল্যাটফর্মের সমস্ত কিছু দেখভাল করত ‘গুড কোম্পানি’। ‘বাংলা ট্রিবিউন’কে এর কর্তা ইরেশ যাকের খবরটি নিশ্চিত করেছেন। তাঁর কথায়, এই সিদ্ধান্তটি একান্তই তাঁদের ব্যবসায়ী। তাঁরা কেবল কনটেন্ট প্রোডাকশনের কাজগুলি করতেন। কোনও কারণে হয়তো মনে হয়েছে, বাংলাদেশের মার্কেটে তাঁরা কাজ করবে না। এই জন্যই পাততাড়ি গোটাচ্ছে।

তাহলে যাঁরা সাবস্ক্রিপশন কিনে রেখেছেন আগে থেকে, তাঁদের কী হবে? তাঁরা কি টাকা ফেরত পাবেন? নাকি তা চোট হয়ে যাবে? চিন্তার কোনও কারণ নেই, এই সমস্যার সমাধান করে দিয়েছে ‘জি ফাইভ’। জানা গিয়েছে, সাবস্ক্রিপশন অনুযায়ী সকলের অতিরিক্ত অর্থ রিফান্ড করে দেওয়া হবে। ২০১৯-এর ৩ জুলাই রাজধানীর পাঁচতারা হোটেলে বড় আয়োজনের মধ্যে দিয়ে কার্যক্রম শুরু করেছিল ‘জি ফাইভ’। যার দরুন ‘মাইনকার চিপায়’, ‘কনট্রাক্ট’, ‘যদি কিন্তু তবুও’, ‘ঠাণ্ডা’ এই ওয়েব কনটেন্টগুলো সাড়া ফেললেও, কাঙ্ক্ষিত সাফল্য পায়নি। তাই এবার ব্যবসা গুটিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠান। বার্তা দিয়ে বলেছে, ‘দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, বাংলাদেশে আর ‘জি ফাইভ’-এর স্ট্রিমিং সার্ভিস থাকছে না’।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version