Sandalwood Farming: চন্দন গাছ চাষ করেই হবেন লাখপতি, জেনে নিন সহজ পদ্ধতি

।। প্রথম কলকাতা ।।

Sandalwood Farming: চাকরি নয়, শুধুমাত্র একটা গাছ চাষ করেই আপনি হতে পারেন লাখপতি। একবার এই গাছ রোপণ করলে কয়েক বছর পর লাভের অঙ্ক গুনে শেষ করতে পারবেন না। এক্ষেত্রে প্রয়োজন একটু মোটা ইনভেস্টমেন্ট আর পরিশ্রমের। ধৈর্য ধরে কয়েক বছর এই গাছ পরিচর্যা করলেই কেল্লাফতে। মহামূল্যবান এই বিশেষ গাছটি হল চন্দন। বর্তমানে এর চাহিদা উত্তরোত্তর বেড়েই চলেছে। এই গাছটি একবার চাষ করতে পারলে দশ থেকে পনেরো বছরের জন্য একেবারে নিশ্চিত হতে পারবেন।

কীভাবে চিনবেন আসল চন্দন কাঠ ?

কীভাবে চাষ করবেন এই গাছ ?

চন্দন কাঠের ব্যবহার

প্রসাধনী সামগ্রী থেকে শুরু করে ঠাকুর ঘর পর্যন্ত এক টুকরো চন্দনের গুরুত্ব কম নয়। বাজারে বিশেষ করে দশকর্মার দোকানে চন্দন অতি সহজলভ্য। কিন্তু সমস্যা হল আসল গুণমানের চন্দন পাওয়া খুব দুষ্কর। শ্বেত ও রক্ত চন্দন দুটোই ব্যবহার করা হয় প্রসাধনী ও ঔষধ শিল্পে। তেল, সাবান, পাউডার, ক্রিম, আতর, দাঁত মাজার পেস্ট সর্বত্রই চন্দনের রমরমা। এমনকি বাজারে চন্দন সুগন্ধির আলাদা কেমিক্যাল পাওয়া যায়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version