Gopal puja: বাড়িতে গোপালের পুজো তো করছেন, এই নিয়মগুলি মেনে চলছেন তো?

।।প্রথম কলকাতা।।

Gopal puja: গোপালের কৃপা দৃষ্টি পাওয়ার জন্যই গোপাল পুজো করা হয়। তাই বাড়িতে গোপালের মূর্তি থাকলে আগে স্নান সেড়ে ভগবানকে স্নান করিয়ে ভোগ দিয়ে তবেই নিজের খাওয়া শুরু করুন। পুজোর পর গোপালকে স্নান করিয়ে ভোগ খাইয়ে ওই ভোগ নিজেরা খান। যেখানে গোপালের মূর্তি আছে সেখানে তুলসি কাঠের মালা রাখুন। যে ভোগ বা প্রসাদ গোপালকে দেবেন সেই ভোগ ও প্রসাদে তুলসি পাতা যেন অবশ্যই থাকে। কারন তুলসি ছাড়া ভগবান কোনও প্রসাদ গ্রহন করেন না।

গোপালকে পুজো দেওয়ার সময় ধুতি পড়ে পুজোতে বসুন। গোপালের পুজোতে যে ফুল ব্যাবহার করবেন সেই ফুল যেন তাজা হয়। বাসি ফুল দেবেন না। পুজোর সময় প্রদীপে আমরা অনেকেই তেল ব্যবহার করি। পুজোর সময় রোজ ঘি দিয়ে প্রদীপ জ্বালান। সকাল সন্ধয়ে দুই বেলাই প্রদীপ জ্বালাতে হবে। পুজো আগেই অনেকই প্রসাদ খেয়ে ফেলেন। এটা কখনোই করা উচিত হবে না। এইটা করলেই ঘরের লক্ষ্মী অসন্তুষ্টি হবে।

যেখানে গোপাল রাখা হবে সেইখানে ময়ূরের পালক রাখবেন। গোপালের এই ময়ূরের পালক খুবই প্রিয়। তাতে গোপাল সন্তুষ্ট হয়। যেখানে গোপাল থাকছেন সেখানে অবশ্যই ভগবত গীতা রাখুন। কারণ গীতাতে অর্জুনকে দেওয়া কৃষ্ণের উপদেশ রয়েছে। বেড়াতে গেলে গোপালকে সঙ্গে  নিয়ে যান। এছাড়া আপনি কিছুক্ষনের জন্য বাড়ির বাইরে গেলে গোপালের ঘরে কখনই তালা লাগিলেন না।  কারন গোপালকে আমরা ছোটো বালক রূপে পুজো করি। ফলে তাকে একা রেখে কখনই যাওয়া উচিত নয়।এই সাধারণ নিয়মগুলি মেনে চললে আপনি এবং আপনার পরিবার গোপালের কৃপা দৃষ্টি লাভ করতে পারেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version