World Kindness Day: আজ বিশ্ব সহানুভূতি দিবস, জানেন কেন এই দিন পালন করা হয়?

।।প্রথম কলকাতা।।

World Kindness Day: আজ বিশ্ব সহানুভূতি দিবস(World Kindness Day)। দয়া সহানুভূতি যে জীবনের আসল ধর্ম, তাকে আরও বেশি করে উপলব্ধি করানোর জন্যই এই দিনটি উৎসর্গীকৃত করা হয়।

আজকের এই দিনটি জাতিসংঘ দ্বারা স্বীকৃত নয় তবুও সারা বিশ্ব পালন করে এই দিনটি। আজকের দিনটি উদযাপনের উদ্দেশ্য হল বিশ্বকে শান্তি দেওয়া এবং একটি ভালো সমাজ গঠনে দয়ার শক্তি কীভাবে প্রভাব ফেলে সে সম্পর্কে সচেতনতা তৈরি করা।

১৯৯৭ সালে প্রথমবার এই দিনটির উদযাপন করা হয়। টোকিওতে প্রথম বছরের উদযাপন হয় ১৯৯৮ সালে। ব্রিটেনও ২০০৫ সালে এই দিনটি পালন করে। সিঙ্গাপুরে ২০০৯ সালে দিনটি পালন করা শুরু হয়। এরপর ক্রমশ ২৭টি দেশ এই দিনটি উদযাপনে অংশ নেয়। কয়েকবছর আগে সুইটজারল্যান্ডেও দিনটি পালন করা শুরু হয়।

আজকের দিনটির থিম হল ‘বি কাইন্ড হোয়েনেভার পসিবল’। এই ভাবনাটি দলাই লামার ভাবনা থেকে নেওয়া। আসলে বিশ্ব দয়া দিবস একটি বিশ্বব্যাপী পর্যবেক্ষণ যা শান্তিপূর্ণভাবে এগিয়ে যাওয়ার জন্য একে অপরের প্রতি সদয় হওয়ার উপর জোর দেয়।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version