Indian Heliotrope : বিস্ময়কর ঔষধি গুণাগুণ! ভেষজ গাছ হাতিশুঁড় সম্পর্কে জানা আছে ?

।। প্রথম কলকাতা ।।

Indian Heliotrope : রাস্তার ধারে ছোট ছোট আগাছার সঙ্গে কিংবা কোন পুরনো দালান ঘেঁষে বাঁকানো পুষ্পদণ্ডে ফুটে থাকতে দেখা যায় ছোট ছোট ফুল। ওই পুষ্পদণ্ডটি ঠিক গজদন্তের দাঁতের মতোই বাঁকানো থাকে। গাছটির নামও বড়ই অদ্ভুত। হাতিশুঁড় (Hatishur), যদিও এর ইংরেজি নাম ইন্ডিয়ান হেলিওট্রোপি (Indian Heliotrope)। তবে স্থানীয়ভাবে এই গাছকে বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে। কখনও হাতিশুঁড়ি, কখনও হাতিশুন্ডী, শ্রীহস্তিনী আরও কত রকম। এই গাছটি আগাছায় জন্মায় বলে একে এড়িয়ে যাওয়ার কোন প্রয়োজন নেই। কারণ এর যে সকল ভেষজ গুণ রয়েছে তা এখনও পর্যন্ত মানুষের জানার বাইরে।

এই গাছে সারা বছর ফুল ফোটে। কিন্তু বর্ষাকালে ফুল ফোটার পরিমাণ তুলনামূলকভাবে অনেকটাই বেড়ে যায়। হাতিশুঁড় নামক এই গাছে ইনডিসিন, পাইরোলিজিডিন, হেলিওট্রিন, এলকালয়েডস নামক বিভিন্ন ধরনের জৈব উপাদান পাওয়া যায়। এই গাছের ফুল থেকে শুরু করে পাতা সবকিছুর মধ্যেই কোন না কোন গুণাগুণ রয়েছে। যা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা নিরাময়ে ঠিক যাদুর মত কাজ করে। এই পাতার ডালগুলি হয় খানিকটা ফাঁপা আর সারা দেহে ছোট ছোট রোম দেখতে পাওয়া যায়। পাতাগুলি হাতে নিয়ে ঘষলে একটা গন্ধ পাওয়া যায় যা বেশ লাগে।

আজকের প্রতিবেদনে এই অদ্ভুত আগাছায় জন্মানো গাছটির গুণাগুণ সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়া হল।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version