Nora Fatehi: ‘নারীদের নিজের ওপর আস্থা রাখা উচিত’, ঢাকায় আর কী বললেন নোরা?

।। প্রথম কলকাতা।।

Nora Fatehi: মঞ্চে চলছে দিলবার, সেখানে না নেচে কি পারা যায়! কিন্তু তাও যতটা সম্ভব নিজেকে ধরে রেখেছেন নোরা ফাতেহি। শুক্রবার ঢাকায় পা রেখেছেন বলিউডের এই অভিনেত্রী। বহু বাধা পেরিয়ে অবশেষে ঢাকায় পৌঁছান তিনি। সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ‘উইমেন লিডারশিপ কর্পোরেশন’-এর আমন্ত্রণে পৌঁছান অভিনেত্রী। স্টেজে বেশ কয়েকজন ডান্সারের মাঝখান দিয়ে প্রবেশ করেন নোরা। কিন্তু সেখানে দাঁড়িয়ে থেকে হাততালি দিয়ে সকলকে উৎসাহ যুগিয়েছেন তিনি। এক ফোঁটা নাচেন নি অভিনেত্রী। যদিও তাতে দর্শকদের মধ্যে তাঁকে নিয়ে উচ্ছ্বাসে কোনও খামতি দেখা যায়নি।

 

আরও পড়ুন : বাগদান সারলেন আমির কন্যা, অনুষ্ঠানে শামিল অভিনেতার প্রাক্তন স্ত্রীরা

 

এদিন মঞ্চে দাঁড়িয়ে অভিনেত্রী জানান, এই নিয়ে দ্বিতীয়বার তিনি ঢাকায় এসেছেন। সেইসঙ্গে উইমেন এমপাওয়ারমেন্ট নিয়ে তিনি বলেন, ‘আমি নারীদের উদ্দেশ্যে একটাই কথা বলব, আত্মবিশ্বাসী হও। নিজের ওপর আস্থা রাখো, নারীর ক্ষমতায়নে এটাই একমাত্র উপায়। নিজেকে শিক্ষিত গড়ে তোলো, শিক্ষাপ্রতিষ্ঠানে যাও’। পাশাপাশি খুব শীঘ্রই ঢাকায় ফের আসার ইচ্ছে প্রকাশ করেছেন অভিনেত্রী। সেইসঙ্গে ‘উইমেন লিডারশিপ কর্পোরেশন’-এর প্রশংসা করেছেন তিনি।

অনুষ্ঠান শেষে শনিবার বিকেলে বাংলাদেশ ছাড়ার কথা ছিল নোরার। কিন্তু কাতার বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ভোরের দিকেই ঢাকা ছাড়েন অভিনেত্রী। অন্যদিকে অনুষ্ঠানে তাঁর নাচতে না পারা নিয়ে ইশরাত জাহান মারিয়া বলেছেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী নোরার পারফর্ম করার অনুমতি ছিল না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এছাড়া তিনি ৭ ঘণ্টা ট্রাভেল করে এসে অনেক ক্লান্ত ছিলেন। এই অবস্থায় আমাদেরও তাঁকে কিছু বলার ছিল না’।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version