Sarika Sabrin: বিয়ের ৯ মাসের মধ্যেই স্বামীর বিরুদ্ধে মামলা অভিনেত্রীর! কোন সমস্যা সারিকার সংসারে?

।। প্রথম কলকাতা ।।

Sarika Sabrin: ছোটপর্দায় জনপ্রিয় হলেও ব্যক্তিগত জীবনে তাঁর ঝড় চলছিল। পর্দার জীবনে শান্তি বিরাজ করলেও, অশান্তি ছিল বাস্তবে। নির্যাতনের অভিযোগে স্বামী জি এস বদরুদ্দিন আহমেদ রাহীর বিরুদ্ধে মামলা করেছেন অভিনেত্রী তথা মডেল সারিকা সাবরিন। ‘প্রথম আলো’তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবার আদালতে সারিকা সাবরিন বাদী হয়ে মামলাটি করেছেন। পরে আদালত জবানবন্দি নিয়েছে।

চলতি বছরের ২ ফেব্রুয়ারি, পারিবারিকভাবে বিয়ে করেন রাহীকে। যিনি পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। অভিনেত্রী যে সময় বিয়ে করেন সেই সময় বিনোদন জগতের কোনও বন্ধু-স্বজনকে জানাতে পারেননি। যেহেতু বিয়েটি পারিবারিকভাবে হয়েছে তাই গেল অক্টোবরে ঢাকার মহাখালীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সারিকা। যেখানে পরিবারের ঘনিষ্ঠজনেরা ছাড়াও বিনোদন জগতের লোকেরা উপস্থিত ছিলেন। কিন্তু তারপরেই আজ সামনে এসেছে এই খবর।

‘সময়’ টিভি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রীর বিয়েতে ২০ লাখ টাকা দেনমোহর ধার্য করা হয়। বিয়ের সময় সারিকার বাবা-মা বদরুদ্দিনকে ২৫ লাখ টাকার সোনার গয়না সহ ঘরের যাবতীয় আসবাবপত্র দেন। কিন্তু আবার তাঁর কিছু দিনের মধ্যেই বদরুদ্দিন অভিনেত্রীর পরিবারের কাছ থেকে ৫০ লাখ টাকা দাবি করে এবং তাঁকে মারধর করে। প্রতিবেদন অনুযায়ী, গত ৫ নভেম্বর বদরুদ্দিন সারিকার কাছে ৫০ লাখ টাকা যৌতুক এনে দিতে বলেন। যৌতুকের টাকা না দেওয়ায় এক কাপড়ে তাঁকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়।

রিপোর্টে বলা হয়েছে, এর আগে ১৯ নভেম্বর ঢাকার ধানমন্ডিতে এই বিষয়ে একটি সালিশি বৈঠকও হয়। তাতে বদরুদ্দিন ব্যবসার জন্য ৫০ লাখ টাকা তাঁকে দিতে হবে বলে দাবি জানায়। তা না হলে সে সারিকার সঙ্গে সংসার করবে না এবং তালাক দিয়ে বেশি টাকা যৌতুক নেবে বলে দাবি করে। তবে মামলার নথির বাইরে এই সম্পর্কে আলাদা কোনও মন্তব্য পাওয়া যায়নি। ২০১৪-তে মাহিম করিম নামে এক ব্যবসায়ী প্রযোজককে বিয়ে করেন সারিকা। কিন্তু ২০১৬-তেই তাঁদের বিচ্ছেদ হয়। সেই ঘরে এক কন্যাও রয়েছে তাঁর। এরপর চলতি বছরের ২ ফেব্রুয়ারি সংসারী হলেও, এদিন এই খবর প্রকাশ্যে এসেছে। মডেলিং-এর মাধ্যমে ২০০৬-এ কেরিয়ার শুরু করেন সারিকা। বিজ্ঞাপনে কাজ করে পরিচিতি হয়েছিল তাঁর। তাঁর অভিনীত প্রথম নাটক ‘ক্যামেলিয়া’।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version