Nora Fatehi: ঢাকায় গিয়েও কেন নাচলেন না নোরা? জানালেন উইমেন লিডারশিপ কর্পোরেশনের প্রধান

।। প্রথম কলকাতা।।

Nora Fatehi: বহু বাধা পেরিয়ে শেষমেশ ঢাকায় শুক্রবার দুপুরে পা রাখেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ‘উইমেন লিডারশিপ কর্পোরেশন’-এর আমন্ত্রণে পৌঁছান অভিনেত্রী। কিন্তু মঞ্চে উঠেও নাকি নাচ করেননি তিনি!

‘সময়’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অভিনেত্রী এদিন স্টেজে উঠতেই দর্শকরা ‘নোরা নোরা’ বলে চিৎকার শুরু করেন। আর তখন নাচের ছন্দে এসেও, থেমে যান তিনি। এর ফলে হতাশ হয়েছেন তাঁর ভক্তকূল। যা নিয়ে সামাজিক মাধ্যমে জারি রয়েছে জোর চর্চা। অনুষ্ঠানে একটা অ্যামাউন্টের টাকা দিয়ে বলিউড তারকাকে দেখার জন্য সেদিন জমায়েত হয়েছিলেন বহু মানুষ। তিন ধরনের টিকিট মূল্য ধার্য করা হয়েছিল। ভিআইপি ১০ হাজার টাকা, গোল্ড ৫ হাজার এবং ৩ হাজার সিলভারের জন। কিন্তু এবার সকলের মধ্যে প্রশ্ন, কেন স্টেজে উঠে নোরা নাচলেন না?

 

আরও পড়ুন :Karagar 2: আসছে কারাগার ২, কবে মুক্তি পাচ্ছে চঞ্চল চৌধুরী অভিনীত ওয়েব সিরিজ?

 

রিপোর্ট অনুযায়ী প্রসঙ্গে উইমেন লিডারশিপ কর্পোরেশনের প্রধান ইশরাত জাহান মারিয়া জানিয়েছেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী তাঁর পারফর্ম করার কোনও অনুমতি ছিল না। আইনের প্রতি আমরা দায়বদ্ধ এবং শ্রদ্ধাশীল। তাছাড়া সাত ঘণ্টা জার্নি করে এসে ক্লান্ত ছিলেন অভিনেত্রী। এই অবস্থায় আমাদের পক্ষ থেকেও কিছু বলার থাকে না’। গতকাল সন্ধ্যা ৬টার দিকে অনুষ্ঠান শুরুর কথা থাকলেও, দেরি হয়ে যায় তা।

এরপর ‘জয় বাংলা বাংলার জয়’ গানের সঙ্গে নৃত্য পরিবেশনের দরুন শুরু হয় অনুষ্ঠান। পরবর্তীতে অ্যাওয়ার্ড প্রদান হয়। এইসবের ফাঁকে আবার বিশেষ ফ্যাশন শো নিয়ে মঞ্চে হাজির হন মডেলরা। কিন্তু সবই হয়েছে, শুধু নোরা ফাতেহির নাচ বাদে। যার জন্য বিগত এতদিন ধরে অপেক্ষা করেছিলেন ওপার বাংলার মানুষরা, সেটাই আর হয়নি। এদিন শনিবার ভোরের দিকে ঢাকা ছাড়েন ‘দিলবর গার্ল’।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version