।। প্রথম কলকাতা ।।
Karagar 2: ওপার বাংলা ছাড়িয়ে তাঁর জনপ্রিয়তা এপার বাংলা পর্যন্ত বিস্তৃত। সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে তার প্রমাণ ভালোমতো পেয়েছে সবাই। সেই সময় শহরের মানুষ গা ভাসিয়েছিল চঞ্চল চৌধুরীর ‘হাওয়া’য়। কলকাতায় চঞ্চল ম্যাজিক ছিল চোখে পড়ার মতো। এবার নতুন করে তাঁর জাদু দেখার অপেক্ষায় দিন গুণতে শুরু করেছে বাঙালি। আসতে চলেছে কারাগার টু।
এই ওয়েব সিরিজের প্রথম ভাগ দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়েছে। রহস্যে ভরপুর কারাগার ওয়েব সিরিজের প্রথম ভাগ। যা দেখে তার দ্বিতীয় অধ্যায় নিয়ে আগ্রহ, উন্মাদনা, উৎসাহ দানা বেঁধেছে দর্শকের মনে। এক মাসেরও কম সময়ের মধ্যে আসতে চলেছে কারাগার সিজন ২। আগামী মাসের ১৫ তারিখ হইচইতে মুক্তি পাচ্ছে চঞ্চল চৌধুরী অভিনীত এই ওয়েব সিরিজের দ্বিতীয় অধ্যায়। পশ্চিমবঙ্গে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই সিরিজটি। পরিচালক সৈয়দ আহমেদ শাওকী নিজে বাংলাদেশের সংবাদমাধ্যমকে এই সিরিজ কবে মুক্তি পাচ্ছে, তা জানিয়েছেন।
গল্পে ৫০ বছর জেলবন্দি এক রহস্যজনক কয়েদির ভূমিকায় অভিনয় করে তাক লাগিয়েছেন চঞ্চল বাবু। কোনও রকম সংলাপ ছাড়া শুধুমাত্র মুখের অঙ্গভঙ্গিতেই দর্শকদের মন জিতে নিয়েছেন তিনি। ইশারায় সকলকে বুঝিয়েছেন নিজের কথা। এবার এর দ্বিতীয় অধ্যায়ে নতুন কী থাকছে, তার খুলাসা হবে ১৫ তারিখ। প্রথম সিজনে থ্রিলারের স্বাদ ভরপুর পেয়েছে দর্শকরা। গত ১৯ অগাস্ট ‘কারাগার’-এর প্রথম পর্ব মুক্তি পায়। আর দুই বাংলাতেই তা প্রশংসিত হয়েছে। এবারে দ্বিতীয় অধ্যায় আসার আনন্দে আত্মহারা সবাই।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম