।। প্রথম কলকাতা।।
Basant Panchami 2023 : প্রতিবছর বসন্ত পঞ্চমী তিথিতে পূজিতা হন বিদ্যার দেবী সরস্বতী। এই তিথিকে মাঘ পঞ্চমী বা শ্রীপঞ্চমীও বলা হয়ে থাকে । বর্ষা ঋতুর আগমন জানান দেয় বসন্ত পঞ্চমী ( Basant Panchami) । এই বিশেষ দিনটিতে ছাত্র-ছাত্রীদের মধ্যে আগ্রহ এবং উৎসাহ কয়েকগুণ বৃদ্ধি পায়। সরস্বতী পুজো মূলত তাদের একটা আনন্দ উৎসব। বিদ্যার্থী থেকে শুরু করে শিল্পীরাও আরাধনা করেন দেবী সরস্বতীকে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই দিন ভালোভাবে বাগদেবীর আরাধনা করলে শিক্ষা ক্ষেত্রে যেমন সফল হওয়া যায় তেমনি শিল্পকর্মে আসে নৈপুণ্যতা।
বসন্ত পঞ্চমীতে কেন সরস্বতী পুজো হয়?
প্রতিবছর বসন্তী পঞ্চমী তিথিতেই সরস্বতী পুজো ( Saraswati Puja) হওয়ার নেপথ্যেও একটি কাহিনী রয়েছে। হিন্দু পুরাণ বলছে, মাঘ মাসের শুক্ল পক্ষের এই পঞ্চমী তিথিতে দেবী সরস্বতী আবির্ভূতা হয়েছিলেন। তাঁর আবির্ভাব ব্রহ্মার মুখ থেকে। হাতে বীণা এবং বই । শুভ্র বসনা দেবী সরস্বতী রাজহংসের পিঠে বিরাজমান। তিনি বিদ্যা, জ্ঞান, সংগীত ও শিল্পকলার অধিষ্ঠাত্রী দেবী। যেহেতু বসন্তকালের শুক্ল পক্ষের এই পঞ্চমী তিথিতে তাঁর আবির্ভাব হয় সেই কারণেই এই নির্দিষ্ট দিনটিতেই সরস্বতী পুজোর প্রচলন শুরু হয়।
চলতি বছরের সরস্বতী পুজো ২৬ জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার । মাঝে আর মাত্র একটি দিন। তারপরই পঞ্চমী তিথি অনুযায়ী পুজো করা হবে দেবী সরস্বতীর। ২৫ জানুয়ারি অর্থাৎ বুধবার বেলা ১২.৩৪ মিনিটে পড়বে পঞ্চমী তিথি। আর তা থাকবে ২৬ জানুয়ারি সকাল ১০.২৮ মিনিট পর্যন্ত। যেহেতু সরস্বতী পুজো একদম সকালের দিকেই করা হয় সেই কারণে ২৬ জানুয়ারি এই বছর সরস্বতী পুজো হবে।
সকাল থেকে উপবাস করে শুদ্ধবস্ত্রে শুদ্ধ মনে দেবী সরস্বতীর পুজো করলে তাঁর আশীর্বাদ পান সকলে। প্রত্যেকটি শিক্ষাস্থানে বাগদেবীর আরাধনা করা হয়। ছাত্র-ছাত্রীরা মনে বিশ্বাস নিয়ে এই দিন দেবীর সামনে এসে উপস্থিত হন । যারা প্রথম শিক্ষাজীবনে পা রাখতে চলেছেন অর্থাৎ একেবারে খুদেরা হাতেখড়ি দেয় সরস্বতী পুজোয়। পুরোহিতের মন্ত্র উচ্চারণের সাথে হাতে খড়ির মাধ্যমেই দেবী সরস্বতীর আশীর্বাদ নিয়ে শিক্ষাজীবনে পদার্পণ করেন তাঁরা। মা সরস্বতীর আশীর্বাদ নিয়ে তাদের শিল্পকর্ম নতুনভাবে শুরু করেন।
প্রচলিত আরও এক বিশ্বাস অনুযায়ী, এই বসন্ত পঞ্চমী তিথিতে নাকি প্রেমের দেবতা কামদেব এবং তাঁর স্ত্রী রতি নেমে আসেন মর্ত্যে। এই কারণে দাম্পত্য জীবনকে সুখময় করে তুলতে কামদেব ও রতির পুজো করা হয়। গৃহপ্রবেশ বা অন্যান্য ভালো কাজের জন্য বসন্ত পঞ্চমী তিথি অত্যন্ত শুভ।