Nil Sasthi: মায়েরা কেন করেন নীল ষষ্ঠীর উপোস? জেনে নিন

।। প্রথম কলকাতা ।।

Nil Sasthi: অনেকেই জানেন না নীল ষষ্ঠীর ব্রত আসলে কেন করতে হয়!কী উপায়ে তুষ্ট করবেন মহাদেবকে ?জেনে নিন। একটা ভুলেই মহাদেবের (Mahadev) তেজে সর্বনাশ হতে পারে।কিছু বিশেষ জিনিস দিয়ে পুজো করলে ফল পাওয়া যায় তাড়াতাড়ি। জানুন সেই উপকরণগুলি।

নীল ষষ্ঠীর ব্রত পালন মোটেও সহজ নয়!কীসে তুষ্ট হন মহাদেব জানুন। নামে নীল ষষ্ঠী হলেও এই বিশেষ দিনে
মহাদেবের আরাধনা করে থাকেন মায়েরা। প্রচণ্ড গরমের মধ্যে সারাদিন নির্জলা উপোস করে থাকেন কেন এই উপোস শুধু মায়েরাই করেন?চৈত্র সংক্রান্তির (Chaitra sangkraanti) আগের দিন পালন হয় নীল ষষ্ঠী।সন্তানের মঙ্গলকামনায় নীল ষষ্ঠীর উপবাস রাখেন বাংলার মায়েরা। সারাদিন নির্জলা উপোস রেখে সন্ধের পর শিবলিঙ্গে জল ঢেলে মহাদেবের পুজো করেন ।পুজো শেষে প্রসাদ খেয়ে তবে উপোস ভাঙা হয়।

মহাদেবের পুজো করতে হলে মানতে হবে কিছু বিশেষ নিয়ম। অনেকেই তা জানেন না! ব্রতর সঠিক নিয়ম মানলেই তবেই ফল পাবেন। জানুন কীভাবে করবেন নীল ষষ্ঠী?এই পুজো করতে অবশ্যই লাগবে বেলপাতা। কারণ শিবের পুজো বেলপাতা ছাড়া হয় না।এদিন শিবকে ৫ টি ফল নিবেদন করার রীতি আছে। যার মধ্যে অবশ্যই থাকবে ডাব, বেল, শশা সহ নানা ফল এছাড়া আতপচাল, চন্দন, সুগন্ধি, ঘি লাগবে। মহাদেবের মাথায় ঢালা হয় দুধ
নীলষষ্ঠীর দিন উপোস করে থেকে সন্ধেয় পুজো দিয়ে জল খেতে হয় শিবের মাথায় ডাবের জল ঢালার রীতি আছে। মা ষষ্ঠীকে পুজো নিবেদন তো করতেই হবে।
সেই সঙ্গে নিষ্ঠা ভরে শিবকে প্রণাম করবেন তবেই আশির্বাদ মিলবে।

এদিন ভক্তের ঢল নামে মন্দিরগুলিতে (Temple)। যাদের খুব অসুবিধে থাকে তারা বাড়ির শিব লিঙ্গেই জল ঢালেন। মহাদেবের পুজোতে খুব বেশি উপকরণ লাগে না। তবে কিছু বিশেষ জিনিস দিয়ে পুজো করলে ফল পাওয়া যায় তাড়াতাড়ি। মনে রাখবেন বেলপাতা অর্পণের সময়
লক্ষ্য রাখুন তিনটি পাতায় যেন থাকে।এরপর সাদা চন্দন, ফুল, গোটা শস্য দিয়ে পুজো শুরু করুন। সঙ্গে আপনার সন্তানের মঙ্গল কামনা করে অবশ্যই জ্বালান একটা ঘিয়ের প্রদীপ।উপোস ভাঙার পরও এদিন ফল, সাবু ছাড়া ময়দার তৈরি খাবারই খেতে হয়। সন্দক লবণ দিয়ে খাবার খেতে হবে ।মনে করা হয় ব্রতের দিন নিষ্ঠা ভাবে উপোস করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব।

কেন এই পুজোকে নীল পুজো (Nil Pujo)বলা হয় জানেন?পুরাণ অনুসারে নীল ষষ্ঠীর এই বিশেষ দিনেই মহাদেবের সঙ্গে নীল চণ্ডিকা বা নীলাবতীর বিয়ে হয়েছিল। মহাদেব নিজে হলেন নীলকণ্ঠ আর তাঁর সঙ্গে এদিন নীল চণ্ডিকা বা নীলাবতীর বিয়ে হয়েছিল বলেই এই দিনটি নীল ষষ্ঠী নামে পরিচিত।এদিনের পুজোকে নীল পুজো বলা হয়ে থাকে। পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু, চিনি। পারলে এর সঙ্গে মিশিয়ে নিন কিছুটা কালো তিল ও সিদ্ধি পাতা। এছাড়া গঙ্গা জল, কাঁচা আম, আকন্দ ফুল, ধুতুরা ও নীল অপরাজিতা। তবে ভোলেবাবা একটি বেলপাতাতেই হন তুষ্ট।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version