Weather Update: শনিবার বৃষ্টিতে ভিজবে কোন জেলা? ব্যাপক রদবদল আবহাওয়ার

।। প্রথম কলকাতা ।।

Weather Update: শীতের বিদায় বেলায় হঠাৎ করে যেভাবে আবহাওয়ার পরিবর্তন (Weather Change) ঘটেছে সেক্ষেত্রে কালবৈশাখীর তুমুল সম্ভাবনা রয়েছে। শনিবার (Saturday) কলকাতায় (Kolkata) ঝড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি বঙ্গে শিলা বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। হঠাৎ আবহাওয়ার এই রদবদলের নেপথ্যে কাজ করছে অক্ষরেখার প্রভাব। যার কারণে রাজ্যে প্রবেশ করছে প্রচুর জলীয় বাষ্প। পশ্চিম থেকে পূর্ব নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে চলে গিয়েছে অক্ষরেখাটি। যার জেরে সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বইতে পারে দমকা ঝড়ো হাওয়া। আবহাওয়ার বদল ঘটতে পারে ২১শে মার্চ মঙ্গলবার থেকে।

শনিবার দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম প্রভৃতি জেলাগুলিতে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগের দমকা ঝড়ো হাওয়া। শিলা বৃষ্টি এবং বিক্ষিপ্ত বৃষ্টি পাতে ভিজতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং কালিম্পং। রবিবারও রাজ্যের মোটামুটি সব জেলাতেই হালকা ঝড়ো হওয়ার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুরে। গতকাল কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ একাধিক জায়গায় ঝড় বৃষ্টি হওয়ায় শনিবার ভোরের দিকে স্বস্তির পরিবেশ থাকলেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস বলছে, এই দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে থাকতে হবে রবিবার পর্যন্ত। সব থেকে বেশি দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে থাকতে হবে উত্তরবঙ্গকে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে ভিজতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর। পশ্চিমের জেলাগুলির আকাশে থাকবে আংশিক মেঘলা। সমানতালে আবহাওয়ার দাপট চালবে উত্তরবঙ্গে, কোথাও ঝড়-বৃষ্টি আবার কোথাও শিলাবৃষ্টি। যদিও নতুন করে পারদ পতনের সম্ভাবনা নেই। এবার ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। চলতি সপ্তাহ পেরোলেই দেখবেন আবহাওয়ার পরিবর্তন ঘটছে, তবে মাঝে মাঝে অল্প বিস্তর বৃষ্টির দেখা মিলতে পারে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version