Michigan News: মিশিগানের দ্য ডেট্রয়েট নিউজ বছরের সেরা সংবাদপত্র

।। চিন্ময় আচার্য্য ।।

Michigan News: মিশিগান (Michigan) প্রেস অ্যাসোসিয়েশন গত বৃহস্পতিবার (১৬ মার্চ) দ্য ডেট্রয়েট নিউজকে ২০২২ সালের সেরা সংবাদপত্র হিসেবে আখ্যায়িত করেছে। অক্সফোর্ড হাই স্কুলে গুলির ঘটনা কভারেজ, মিশিগানের নির্বাচনের চ্যালেঞ্জ এবং অন্যান্য ইভেন্টসহ সমস্যাগুলির কভারেজের স্বীকৃতি দিয়ে এই ঘোষণা দেওয়া হয়।

ডেট্রয়েট নিউজ ২০,০০০ এরও বেশি সার্কুলেশনসহ দৈনিক সংবাদপত্রের সমন্বয়ে গঠিত এ শ্রেণীতে সম্পাদকীয় প্রতিযোগিতার বিভাগ থেকে সর্বাধিক পয়েন্ট অর্জন করার পরে এই স্বীকৃতি পেয়েছে। কলোরাডো প্রেস অ্যাসোসিয়েশনের সদস্যরা এন্ট্রিগুলির বিচার করেছেন। দ্য নিউজ ছয়টি বিভাগে প্রথম স্থান এবং ২০টি অন্যান্য স্বীকৃতি পেয়েছে। দ্য নিউজের সম্পাদক এবং প্রকাশক গ্যারি মাইলস বলেছেন, “আমি ডেট্রয়েট নিউজ টিমের জন্য গর্বিত না হয়ে পারি না। কারণ এই টিম এখানে যে কোনো সংবাদের ব্যাপারে যেভাবে প্রতিক্রিয়া জানায় তা সত্যিই গর্বের।…এটি একটি অতিরিক্ত স্বীকৃতি, যেহেতু আমরা আমাদের ১৫০তম বার্ষিকী উদযাপন করছি, মিশিগানের জনগণকে জানানোর জন্য আমাদের কভারেজ কতটা প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ।” স্টাফ লেখক ক্রেগ মাগার, মেলিসা নান বার্ক এবং রবার্ট স্নেল মিশিগানে চরমপন্থা এবং মর্মান্তিক ঘটনা সম্পর্কে রিপোর্ট করার জন্য উন্মুক্ত বিভাগে ২০টি এন্ট্রির মধ্যে জিতেছেন, যার মধ্যে রয়েছে সিরিজ ” ‘আন্ডারমাইন ডেমোক্রেসি’: ফলস ইলেক্টরস চ্যালেঞ্জ ইন মিশিগান ইলেকশন।”

নিউজ এন্টারপ্রাইজ রিপোর্টিং বিভাগে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান লাভ করেছে দ্য নিউজ যা ২৭ টি এন্ট্রি পেয়েছে। ওয়াশিংটনের সংবাদদাতা রিলি বেগিনের “ইউপি, নেশনস অনলি নিকেল মাইন মডেল দ্য টেনশন অফ ইলেকট্রিক ভেহিকেল ফিউচার” এই ফলাফলের নেতৃত্ব দিয়েছে। ১৭টি এন্ট্রির মধ্যে বিচারকরা দ্য নিউজের স্টাফদের সেরা স্পট নিউজ স্টোরির জন্য স্বীকৃতি দিয়েছেন যার মধ্যে “‘উই আর অল শ্যাটারড’: অক্সফোর্ড হাই স্কুল স্টুডেন্ডস কিলড ইন শ্যুটিং আইডেনটিফাইড।”, “ওজো: সাবেক মিশিগান হেড ফুটবল কোচ গ্যারি মোয়েলার রিফিউজড টু ডাই আ ব্রোকেন ম্যান” সহ আরও ১৬টি এন্ট্রিতে সেরা ক্রীড়া কলামের জন্য প্রথম স্থান পেয়েছেন বব ওজনোস্কি। উপরন্তু, ফটোগ্রাফার টড ম্যাকইনটার্ফ এবং ড্যানিয়েল মেয়ার্স যথাক্রমে ‘ক্যাম্পেইন মেনেস’ এর জন্য সেরা সংবাদ ফটো এবং ‘হু ফাউলড হু?’ এর জন্য সেরা স্পোর্টস ফটো জিতেছে। প্রতিটি ২০টি এন্ট্রির মধ্যে। প্রতিযোগিতায় বিচারকরা ২০২১ সালে ১ আগস্ট থেকে ২০২২ সালের ৩১ জুলাই পর্যন্ত কভারেজের জন্য ৮৯টি মিশিগান সংবাদপত্র এবং পৃথক সদস্যদের দ্বারা জমা দেওয়া ২,৮৬৬টি এন্ট্রি পর্যালোচনা করেছেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version