।। প্রথম কলকাতা ।।
Surya Grahan 2023: জানেন? এবছর মহালয়ার দিনেই সূর্যগ্রহণ। ১০০ বছরে প্রথম বার এমন বিরল ঘটনা। আচ্ছা গ্রহণের মধ্যে তর্পণ কি করা যায় ? মা দুর্গা ঘোটকে আসছেন বলেই কি এমন বিপর্যয় ? এদিন ভুলেও এই কাজগুলো করবেন না। মহালয়ার দিন গ্রহণ নিয়ে কী বলছেন জ্যোতিষীরা? মহালয়ায় বছরের শেষ সূর্য গ্রহণ। একশো বছরের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটবে বলে খবর। সূর্যগ্রহণের জেরে কি কোনও প্রভাব পড়বে? তর্পণ করা যাবে তো?
১৪ অক্টোবর মহালয়া, সেদিন অমাবস্যা তিথিতে পিতৃতর্পণে গঙ্গার ঘাটে নামবেন। গ্রহণের মধ্যে পূর্বপুরুষদের স্মরণ আদৌ কি উচিত? দেবী দুর্গার ঘোটকে আগমণ বলেই কী মহালয়া দিয়েই বিপর্যয় শুরু? সপ্তমী তিথি এবং দশমী তিথি বুধবার হলে নৌকায় আগমন বা গমন হয় দেবীর এও বলা হয় যে, দেবীর আগমন ও গমন একই বাহনে হলে তা খুব একটা শুভ ফল দেয় না। তাহলে কী সেই অশুভ ইঙ্গিত মহালয়া থেকেই শুরু? জ্যোতিষীরা বলছেন শাস্ত্রে সূর্য গ্রহণের সময়ে বেশ কিছু কাজ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ভারতীয় সময় রাত ৮টা ৩৪ মিনিটে সূর্যগ্রহণ স্পর্শ করবে আর শেষ হবে মধ্যরাত ২টা ২৫ মিনিটে। এর সাথে দুর্গা পুজোর কোনও নিয়ম পালনের বাধা নেই। মহালয়ার তর্পণেও বাধা নেই কোনও।
সূর্যগ্রহণের সময়ে কিছু খাওয়া-দাওয়া করা উচিত নয়। আবার গ্রহণের সময়ে কোনও শুভ অনুষ্ঠান আয়োজন করতে নেই। কারণ গ্রহণের সময়ে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। তাই শুভ কাজেও অশুভ শক্তির ছায়া থাকে। গ্রহণের সময়ে ব্যক্তির ঘুমানো উচিত নয়। কারণ এর ফলে শরীরে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়। হিন্দু শাস্ত্র মতে রাহু-কেতু সূর্যকে গ্রাস করলে গ্রহণ হয়। তাই ধর্মে এই ঘটনার বিশেষ মাহাত্ম্য রয়েছে। তাই ২০২৩ সালের সূর্যগ্রহণ কিছু রাশির জন্য খুব শুভ হতে চলেছে।
বৃশ্চিক রাশির জাতকদের জন্যও এই গ্রহণ অত্যন্ত শুভ হতে চলেছে। এই গ্রহণকালে আপনার আত্মবিশ্বাস বাড়বে আপনার কঠোর পরিশ্রম ফল দেবে। বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ মিথুন রাশির জাতকদের জন্য খুব ভালো হতে চলেছে। এই রাশির জাতকরা তাদের কর্মজীবনে উন্নতি করবে। আপনি আটকে থাকা টাকা হাতে পাবেন।
শাস্ত্র মতে আমাদের মৃত পূর্বপুরুষরা তাঁদের আত্মীয়স্বজন, বংশধরদের সম্পূর্ণ ছেড়ে যেতে পারেন না! তাই তো বছরের অন্তত এই একটা দিনে হলেও সেদিন পিতৃলোক থেকে মর্ত্যলোকে পূর্বপুরুষরা তাঁদের বংশধর, আত্মীয়স্বজনের কাছে তর্পণ-জল গ্রহণ করতে আসেন। পাঁচ অন্য শরীরের মাধ্যমে মর্ত্যলোকে আসেন এদিন। মহালয়ার সকালে পবিত্র গঙ্গাঘাটে তর্পণ হোক, অথবা পিন্ডদান মৃত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় করা হয়। তবে পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানো সবটাই মনের নির্ভর করে। তাই গ্রহণ নিয়ে নানা প্রশ্ন উঠলেও তাতে আমল দিচ্ছেন না জ্যোতিষ শাস্ত্রবিদরা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম