।। প্রথম কলকাতা ।।
শ্রাবণ মাসের শুধু সোমবার নয় বৃহস্পতিবারও গুরুত্বপূর্ণ। এই দিনে কী করলে নারায়ণ -শিবের আর্শীর্বাদ পাবেন? শ্রাবণের বৃহস্পতিবারে কোন কাজ করবেন আর কোন কাজ ভুলেও করবেন না? মহাদেব রুষ্ট হতে পারেন এই ভুলটা হলে তাই জানুন শ্রাবণের লক্ষ্মীবারের মাহাত্ম্য। শ্রাবণ মাসের শুধু সোমবার নয় সবদিনেরই আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। হিন্দু ধর্মে শ্রাবণকে শিবের মাস বলে মনে করা হয়। এই সময়ে মহাদেবের আরাধনা করলে সহজে তাঁকে তুষ্ট করা সম্ভব হয়।এমনটাই বিশ্বাস। কিন্তু সোমবার নয় বহস্পতিবারেও মহিমা অনেক।
বৃহস্পতিবার কিছু বিশেষ কাজ করলে ভগবান বিষ্ণু খুশি হন। শাস্ত্র মতে বৃহস্পতিবার বৃহস্পতি গ্রহের দিন। শ্রাবণের লক্ষ্মীবারে শিবের পুজো দিলে নারায়ণ-শিব দুজনেই সন্তুষ্ট হবেন। আপনার সব বিপদ কাটবেই। বৃহস্পতিবার উপোস রেখে ভগবান বিষ্ণুর সঙ্গে লক্ষ্মীর পূজা করুন। আর মহাদেব হলেন এমন একজন দেবতা, যাঁকে দেবতা, মানুষ, দৈত্য ও প্রেত সবাই পুজো করে। তাই শ্রাবণের লক্ষ্মীবারে বেশকিছু কাজএড়িয়ে চলুন।
শ্রাবণ মাসের বৃহস্পতিবার মহিলাদের চুল কাটা উচিত নয়। বলা হয় যে এটি তার সন্তান এবং তার স্বামীর স্বাস্থ্যের ক্ষতি করে। লক্ষ্মীবারে নখ কাটবেন না ভুলেও। শিবলিঙ্গে ভুলেও তুলসী পাতা নিবেদন করবেন না। মহাদেবের আরাধনায় ভুলেও হলুদ ব্যবহার করতে নেই। লক্ষ্মীবারে শিব পুজোয় ভাঙা চাল ব্যাবহার করবেন না ভুলেও। শিবলিঙ্গে তিল নিবেদন করা নিষিদ্ধ তাই শিব পুজোয় ভুলেও তিল ব্যবহার করবেন না। শঙ্খের জল কখনও শিবলিঙ্গে দিতে নেই। পুজোয় কখনও কেতকী ফুলের ব্যবহার করা যাবে না।
বৈদিক পঞ্জিকায় গত ৪ জুলাই গুরুপূর্ণিমা থেকে শ্রাবণ মাস পড়ে গেছে। এই বছর একটি মলমাস থাকায় দুটি শ্রাবণ রয়েছে। তাই চার নয়, শ্রাবণ মাসের আটটি সোমবার পালিত হবে এই বছর। ১৯ বছর পর এত শুভ সংযোগ পড়েছে শ্রাবণে। তাই শিবভক্তদের জন্য এই বছর শ্রাবণ বিশেষ। এই মাসের প্রতিদিনই ভক্তিভরে মহাদেব সহ অনান্য দেবদেবীদের পুজো করুন । তাতে মঙ্গল হবে আপনারই।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম