Social media marketing: সোশ্যাল মিডিয়া মার্কেটিং কী? কিভাবে করবেন কাজ

।। প্রথম কলকাতা ।।

Social media marketing: সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি? কিভাবে করবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। বিস্তারিতভাবে এই বিষয়ে আলোচনা করব। সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যা আপনাকে আপনার ব্র্যান্ড তৈরি করতে এবং বিক্রয় করতে সাহায্য করে। বিভিন্ন উপায়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা যায়।

সংক্ষেপে যদি বলি তাহলে এর মধ্যে রয়েছে সোশ্যাল মিডিয়া গুলোতে আপনার কনটেন্ট শেয়ার করা। আপনার টার্গেটেড অডিয়েন্সরা কোন কোন ব্যাপারে আগ্রহ প্রকাশ করছে সেগুলো বোঝা ইত্যাদি। একটি গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো হচ্ছে ফেসবুক, টুইটার, লিংকডিন, ইউটিউব এবং স্ন্যাপচ্যাট। উল্লেখিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো থেকে আপনি ব্যবহারের জন্য বেশ কিছু টুলস পাবেন যা আপনার ব্যবসার বৃদ্ধিতে এবং সর্বাধিক সুবিধা অর্জনের সহায়তা করবে।

সোশ্যাল মিডিয়া মার্কেটিং বর্তমান সময়ের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কেননা একটা সময় মানুষ টেলিভিশন দেখে বিনোদন দেখতো, সংবাদ দেখতো খেলা দেখতো। এসব কিছুর জন্য টেলিভিশন ছিল একমাত্র ভরসা। কিন্তু সময় পাল্টেছে আপনি এখন চাইলে যেকোনো সংবাদ বিনোদন খেলাধুলা নিউজ দেখতে ও পড়তে পারবেন খুব সহজে যখন তখন। তাহলে বুঝতেই পারছেন সোশ্যাল মিডিয়া কতটা গুরুত্বপূর্ণ আমাদের দৈনন্দিন জীবনে। আপনি চাইলে এই গুরুত্বটাকে কাজে লাগিয়ে মার্কেটিং করতে পারেন।

সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটি অংশ। আপনার যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে ভালো আইডিয়া থাকে তবে সোশ্যাল মিডিয়াম মার্কেটিং অবশ্যই ভালো পারবেন। নতুন কোনো প্রজেক্ট শুরু করার পর সেটা মানুষকে জানানোর জন্য প্রয়োজন ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং ছাড়া কোনো প্রতিষ্ঠান, ব্যবসা বা স্টার্ট আপ দাড় করানো সম্ভব নয়। তাই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ধারণা না থাকলে নিজে কোর্সটি করে ফেলতে পারেন।

সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবার জন্য সর্বপ্রথম আপনাকে সমস্ত সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট বানাতে হবে। যার মাধ্যমে আপনি টার্গেট অডিয়েন্সের অনুসরণ করে তাদের পছন্দের উপর ভিত্তি করে আপনার প্রোডাক্ট এবং সার্ভিস গুলি তাদের কাছে পৌঁছতে পারবেন।

আপনি কোনো কোম্পানি প্রোডাক্ট বা নিজস্ব বিজনেস প্রোডাক্ট মার্কেটিং করতে চান তাহলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলিতে সেই প্রোডাক্ট সম্পর্কিত কয়েকটি পেজ তৈরি করুন। যেখানে কোম্পানি বা বিজনেস সম্পর্কে সমস্ত ডিটেলস ইনফর্মেশন মজুত থাকবে। যে কোনো জিনিসে রাতারাতি সাফল্যতা আসে না। এর জন্য আপনাকে কাজ চালিয়ে যেতে হবে এবং ধৈর্য রাখতে হবে। তাহলে আপনি একদিন অবশ্যই সফল হবেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version